জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিতানের ছায়া ফের ঋষির মনে জাগালো পুরনো ট্র’মা! মঠে মৃ’ত্যুবার্ষিকী পালনে হাজির ঋষি, বিতানের অতীত জেনে ভেঙে পড়ল সে! ‘জোয়ার ভাঁটা’য় ঋষির সামনে এবার উজি-নিশার আসল পরিচয়ও?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অফিসার জিৎ বসু তথ্য প্রমাণের মধ্যে দিয়ে একটা ব্রেসলেটের অংশ দেখিয়ে নিশার উদ্দেশ্যে বলে যে, এটা তার চেনা কি না। আসলে নিশার হাতের ব্রেসলেটটা কিছুটা অফিসারের দেওয়া প্রমাণের মিলে যায়। মনে মনে ভয় পেলেও নিশা, শান্ত থেকে পরিস্থিতির সম্মুখীন হয়।

সে অফিসারকে খতিয়ে দেখতে বলে তার হাতের ব্রেসলেটটা, যে এখানে কোনও অংশ ভাঙা আছে কি না। পরবর্তীতে ঋষি সেই কাজটা করেও, নিশার হাতের ব্রেসলেটটা অক্ষত দেখে। মেসো আর কিছু বলতে পারেন না, উল্টে নিশা রেগে গিয়ে জিৎ বসুকে অনেক কথা শুনে তাকে সন্দেহ করার জন্য। পরবর্তীতে অফিসার বলেন যে, আগামী তিন দিনের মধ্যে অপরাধীকে ঠিক খুঁজে বের করবেন আর এটা তার চ্যালেঞ্জ।

এই কথা শুনে নিশা নিজের রাগ আর দমিয়ে রাখতে পারে না। সে অফিসারকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী কে খুঁজে না বের করতে পারলে অফিসারের চাকরি থাকবে না। তারপরে বেরিয়ে গিয়ে ভাণুকে নিশা বলে, আগামী তিন দিন এসে এত লোককে ঠকাবে আর স্কা’মিং করবে যে, অফিসার অপরাধী খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে। এরপর দেখা যায়, হাসপাতালে দাদুকে নিয়ে উজি আর খেয়া উপস্থিত হয়েছে।

দাদুর চিকিৎসা শুরু হতেই একে একে পরিবারের সবাই এসে হাজির হয়, চিকিৎসক জানায় যে দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল এবং সঠিক সময় যদি উজিরা তাকে হাসপাতালে নিয়ে না আসতো, তাহলে তিনি বাঁচতেন না। সবাই এরপর একে একে উজির কাছে কৃতজ্ঞতা দেখাতে শুরু করে। ঋষি আবেগপ্রবণ হয়ে উজিকে জড়িয়ে ধরে বলে, আজীবন যেন এভাবেই পাশে থাকে। উজিকে ছাড়া সে বাঁচবে না। এইসব দেখে উজি আরও গ্লানি বোধে ভুগতে শুরু করে।

রাতে ঋষি হঠাৎ দেখতে পায়, বিতান (উজির দাদা) তার সামনে এসে উপস্থিত। সে ঋষিকে মনে করিয়ে দেয় যে আজকে তাঁর মৃ’ত্যুদিন আর এই দিনেই ঋষির হাতে সে খু’ন হয়েছিল। পুরনো স্মৃতি মনে করতেই ঋষি আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, উজি ঘুম ভেঙে দেখে সেইসব। এরপর নিজের ফোন হাতে নিয়ে উজি দেখে আজ তার দাদার মৃ’ত্যুবার্ষিকী। পরদিন সকাল হতেই একটি মঠে নিশা ও উজি দাদার কাজ করতে যায়। ঘটনাচক্রে সেখানে উপস্থিত হয় ঋষিও! তবে কি এবার সে জেনে যাবে উজি-নিশার আসল পরিচয়? বিতানের অতীত জেনেই বা কি প্রতিক্রিয়া হবে তার?

Piya Chanda

                 

You cannot copy content of this page