জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিম ফুলের মধুতে আসছে বিরাট চমক! ফের লিপ নিতে চলেছে ধারাবাহিক, আবার‌ও মা হতে চলেছে পর্ণা

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় এই মুহূর্তে অগুণিত ধারাবাহিকের ভিড়। তবে এর মধ্যে সব ধারাবাহিক যে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয় তা কিন্তু একেবারেই নয়। এমন কিছু কিছু ধারাবাহিক রয়েছে যা বাঙালি দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। আবার কিছু ধারাবাহিক কম টিআরপির জন্য বিদায় নিয়েছে।

কিন্তু কিছু কিছু ধারাবাহিক, এবং সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত চরিত্র বাঙালি দর্শকদের মনের ভীষণ কাছের হয়ে ওঠে। যার ফলে সেই ধারাবাহিকগুলির টিআরপি (TRP) যেমন বাড়তে থাকে, তেমনই সেই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র হয়ে ওঠে বাঙালির মনের কাছাকাছি। আর সেই তালিকায় অন্যতম ধারাবাহিক হল নিম ফুলের মধু। আজ থেকে প্রায় দু বছর আগে জি বাংলার পর্দায় এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। এই ধারাবাহিকটি জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের ধারাবাহিক।

পল্লবী শর্মা, রুবেল দে, লিলি চক্রবর্তী-এর মতো জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের সমাহার এই ধারাবাহিকে। যৌথ পরিবারের এই গল্প খুব অনায়াসে মন দখল করে বাঙালির। আর যার ফলে সাফল্যের সঙ্গে চলতে চলতে এই ধারাবাহিক এখন দু’বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক কিন্তু দারুণ ফল করে চলেছে। সম্প্রতি ৭০০ পর্ব অতিক্রম করেছে এই ধারাবাহিক। আর হাজার পর্বের আগেই এবার এই ধারাবাহিকটি লিপ নেবে বলে মনে হচ্ছে।

কারণ নিম ফুলের মধু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পর্ণা আর কৃষ্ণা নকুলেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে যায়। শাশুড়ি-বৌমার সম্পর্ক এখন অনেক ভালো। একসঙ্গে পুজো দিতে গিয়ে মন্দিরে জ্ঞান হারায় পর্ণা। মন্দির থেকে পর্ণাকে বাড়িতে নিয়ে আসা হয়। ডাক্তার এসে ইউএসজি করে পর্ণাকে সুখবর জানায়। ফের মা হতে চলেছে। এই খবরে স্বভাবতই দারুণ খুশি হয়ে যায় দত্ত বাড়ির সবাই। ভীষণ খুশি হয় কৃষ্ণা। প্রথম সন্তান মেয়ে হ‌ওয়ার পর পর্ণার দ্বিতীয় সন্তান ছেলে হবে এই আশায় বুক বাঁধছে কৃষ্ণা। যদিও পর্ণার দ্বিতীয় সন্তান এলে নিম ফুলের মধু আবার‌ও লিপ নেবে বলে মনে করা হচ্ছে।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page