Connect with us

    Bangla Serial

    Mishka vs Tinni: স্টার জলসাকে কপি করছে জি বাংলা! অনুরাগের ছোঁয়ার ভিলেন মিশকার লুক নকল করল নিম ফুলের মধুর ভিলেন তিন্নি! কটাক্ষ হচ্ছে চরম

    Published

    on

    Mishka vs Tinni

    স্টার জলসা এবং জি বাংলা এই দুই চ্যানেল হচ্ছে বাংলা টেলিভিশনের পর্দায় মূল প্রতিদ্বন্দ্বী দুই চ্যানেল। এবং দুই চ্যানেলের ভক্ত সংখ্যা কিন্তু আলাদা। এবং এই ধারাবাহিকের ভক্তরা মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে লড়াইয়ে রত হন।

    কীসের সেই লড়াই? আসলে কখনও কখনও জলসা ভক্তরা অভিযোগ করেন যে জি বাংলা তাদের নকল করছে আবার কখনও জি বাংলা ভক্তরা অভিযোগ করেন জলসা তাদের নকল করছে। আর এই নিয়েই বাঁধে ধুন্ধুমার। মিঠাই খড়ি সবাই এই লড়াইয়ের অংশ হয়েছেন।

    আর এবার জি এবং জলসা ভক্তদের মধ্যে লড়াই বেঁধেছে টেলিভিশনে দুইজন খল নায়িকাকে ঘিরে। একজন হচ্ছেন বাংলা টেলিভিশনের টিআরপি শ্রেষ্ঠ ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার প্রধান খলনায়িকা মিশকা। অন্যজন হচ্ছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর খলনায়িকা তিন্নি।

    tollytales whatsapp channel

    তা কী নিয়ে গন্ডগোল! আসলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা কিন্তু পর্দায় ভীষণ রকম স্টাইলিশ। তাঁর কার্লি হেয়ার, দারুন দারুন সব শাড়ি পরে সে। আর সেই জায়গায় নিম ফুলের মধু ধারাবাহিকের খলনায়িকা তিন্নির লুক কিন্তু এতদিন ছিল ভীষণ রকম ছাপোষা।

    এই দুই খলনায়িকার জীবনের লক্ষ্য হচ্ছে নায়িকার কাছ থেকে নায়ককে কেড়ে নেওয়া। গল্পে মিল থাকলেও লুকে এতদিন যাবৎ কোন‌ও মিল ছিল না মিশকা এবং তিন্নির। তবে এবার দিনে দিনে লুক বদল হচ্ছে তিন্নির। জলসা ভক্তদের অভিযোগ মিশকার অনুকরণে সাজানো হচ্ছে তিন্নি। একেবারে অবিকল এক লুক। আর যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জলসা অনুগামীরা।