Connect with us

    Bangla Serial

    আজকেই শেষ শুটিং জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের! টিআরপি কেড়ে নিল সব আশা! নাম জানলে বুকটা ছ্যাৎ করে উঠবে

    Published

    on

    mukut and tomar khola hawa

    শেষমেশ দিনটি চলেই এল, আজই ধারাবাহিকের শেষ শুটিং। ধারাবাহিকের শেষের কথা আগেই নিশ্চিত করে জানিয়েছিলেন নায়িকা নিজেই। বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক।

    স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল।

    ধারাবাহিকের কাস্টিং

    পাশাপাশি কম টিআরপি যুক্ত ধারাবাহিককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবার আরও এক খারাপ খবর এল চ্যানেলের তরফে। আগেই শোনা গিয়েছিল, শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় দুই নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ ও ‘মুকুট’। উক্ত ধারাবাহিকে জুটি বেঁধেছিল শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত। শুরুর প্রথম থেকে আবির এবং ঝিলমিলের সম্পর্ক নিয়ে নানান টানা পড়েনের মাঝখান দিয়ে বর্তমানে তাদের সম্পর্কটা স্বাভাবিক স্বামী-স্ত্রীর মতো হয়ে উঠেছে। এমনকি ঝিলমিল নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যকে এক সুতোয় বাঁধতে সফল হয়েছে। ঠিক এমন সময়ে আবিরের আগের স্ত্রী অহনা রায় তাদের জীবনে ফিরে আসে।

    tollytales whatsapp channel

    আরও পড়ুনঃ ‘আজ সময়টা কত তাড়াতাড়ি কেটে গেল’, ময়ূরীর মিষ্টি কথায় গলবে নীল? মেঘের জিনিস ফেরানোর বাহানায় নীলের সঙ্গে সময় কাটালো ময়ূরী

    ধারাবাহিকের শেষ শুটিং

    তারপর সেই অহনাকে নিয়ে গল্প এগোয়। ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য গল্পে আনা হয়েছিল নতুন মোড়। পরে স্লটও পরিবর্তন হয়। তবে বর্তমানে টিআরপি অনেকটাই কম থাকায় শেষ হতে চলেছে ধারাবাহিকটি। যদিও টিআরপি কম হলেও দারুন কষ্টের জন্য বেশ জনপ্রিয় হয় এই ধারাবাহিক। মেগাটি শুরু হয়েছিল গত বছর ১২ই ডিসেম্বর। অবশেষে সাত – আট মাসের মধ্যে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক। আর সেই কথা নিশ্চিত করে আগেই জানিয়েছিলেন ধারাবাহিকের প্রধান নায়িকা অভিনেত্রী ঝিলমিল ওরফে স্বস্তিকা দত্ত।

     

    View this post on Instagram

     

    A post shared by Swastika Dutta (@swastika023)

    টিভিতে শেষ সম্প্রচার

    তিনি নিজেই ধারাবাহিকের শেষ দিনের কথা এক সাক্ষাৎকারে বললেন। আজ, ২৬শে জুলাই ‘তোমার খোলা হাওয়া’র (Tomar Khola Hawa) শেষ শুটিং। স্লট চেঞ্জ হওয়ার পর কিছুদিন টিআরপিতে একটু এগোলেও টিকে থাকতে পারলো না। তাই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’। টিভির পর্দায় ধারাবাহিকের লাস্ট সম্প্রচার ৫ই আগস্ট, এমনটাই জানা গিয়েছে। অভিনেত্রী উক্ত ধারাবাহিক শেষে সিনেমায় ফিরবেন, তারপর ফের ধারাবাহিকে কাজ করবেন বলে জানান স্বস্তিকা।

     

    View this post on Instagram

     

    A post shared by Swastika Dutta (@swastika023)