শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরে রয়েছে অনেক নতুন খবর। স্বীকৃতি মজুমদার (Swrikriti Majumder), টলিউডের টেলিভিশন জগতে নবাগতাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মুখ। ইতিমধ্যেই জানতে পারা গেছে, নতুন বছরে বাংলার টলিউড ইন্ডাস্ট্রি সিরিয়ালের দর্শকদের একগুচ্ছ ধারাবাহিক উপহার দিতে চলেছে নির্মাতারা। সকল সিরিয়ালের মধ্যে অভিনেত্রী স্বীকৃতিরও আসতে চলেছে একটি সিরিয়াল।
স্টার জলসার ‘খেলাঘর’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটান। এরপর মেয়েবেলা’র মতো চর্চিত ধারাবাহিকেও অভিনেত্রীকে দেখা যায়। অবশ্য, এই সিরিয়ালে অভিনেত্রী মুখ্য ভূমিকায় থাকা সত্ত্বেও গল্পের কেন্দ্রবিন্দু ছিলেন অন্য কেউ, অভিনেত্রীর নাম রুপা গাঙ্গুলী। মূলত এই সিরিয়ালের মাধ্যমেই দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর একে একে অভিনেত্রীকে বিভিন্ন সিরিয়ালে দেখতে পাওয়া যায়।
![Bengali serial, Sudipta Roy, Swrikriti Majumdar, tollywood, বাংলা ধারাবাহিক, বিনোদন Swikriti Majumder](https://tollytales.com/wp-content/uploads/2024/12/Swikriti-Majumder-1024x614.webp)
অভিনেত্রীর অভিনয়ের দক্ষতা থাকার দরুন ছোট পর্দা পেরিয়ে ওটিটি জগতেও তাঁর পরিচিতি ঘটেছে। এমনকি কিছুদিন আগে, জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে ক্যামিও-র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছে দর্শকদের। অভিনেত্রী উল্লেখযোগ্য সেরিয়াল হল- ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’ আরও অনেক। বেশ কিছুদিন ছোট পর্দা থেকে বিরতির পর আবারো কামব্যাক করতে চলেছে ধারাবাহিকের নায়িকা হয়ে।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতি রাখলেন দেব, খাদানের পর আসছে রঘু ডাকাত! বদলে গেল প্রযোজক, ভাঙছে দেব-এসভিএফ জুটি?
![Bengali serial, Sudipta Roy, Swrikriti Majumdar, tollywood, বাংলা ধারাবাহিক, বিনোদন Swikriti Majumder](https://tollytales.com/wp-content/uploads/2024/02/Swikriti-Majumder-1024x614.webp)
সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে অভিনেত্রী এই মেগা। অবশ্য আরও শোনা যাচ্ছে, অভিনেত্রী শুধু একাই নয়, ওনার সঙ্গে আরও আরেকজন অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে তাঁর বোনের চরিত্রে, তুমি তোমার নাম সুদীপ্তা রায়। তবে সিরিয়াল সংক্রান্ত নানা বিষয়ে কেউই মুখ খুলতে চাইছে না। সূত্রে খবর, এই দুই অভিনেত্রীর লুকসেটও হয়ে গিয়েছে। কিন্তু এখনও এই অভিনেত্রীদের নায়ক ঠিক করা হয়ে ওঠেনি। খুব স্বাভাবিকভাবেই, এই খবর শুনে উচ্ছ্বসিত সিরিয়াল প্রেমীরা। তবে শোনা যাচ্ছে সান বাংলা কিংবা স্টার জলসার ছোট পর্দায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।