ফুলকি বর্তমানে সিরিয়াল জগতে অন্যতম উল্লেখযোগ্য ধারাবাহিক। জি বাংলার (Zee Bangla) এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে দিব্যানী মন্ডল (Divyani Mondal) এবং অভিষেক বোসকে। বর্তমানে এই সিরিয়ালের গল্প নিচ্ছে নতুন মোর। এই অভিনেত্রীর হাসিভরা মুখ সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।
অভিনেত্রী এটা প্রথম ধারাবাহিক হওয়া সত্ত্বেও বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। যতই দিব্যানী অভিনয় জগতে নবাগতা হোক, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে গুঞ্জন। স্টুডিও পাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রীর মনে হয়েছে প্রেমের সঞ্চার। এমনিতেই সমালোচকেরা সকল ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সমালোচনা করেই থাকে, তার মধ্যে আবার নতুন সংযোজন ঘটেছে দিব্যানীর।
![Divyani Mondal, actor, actress, Bengali serial, Rishav Chakraborty, tollywood, বাংলা ধারাবাহিক, বিনোদন Divyani Mondal, দিব্যানী মন্ডল, zee Bangla, phoolki, ফুলকি](https://tollytales.com/wp-content/uploads/2024/12/Divyani-Mondal-stands-firm-for-Bengali-culture-rejecting-Bhojpuri-songs-1024x614.webp)
বেশ কিছুদিন হল অভিনেত্রীর এই প্রেমের গুঞ্জন বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছে টলিপাড়ায়। সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে নিজের বেশ কিছু ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি ক্যাফেতে বসে অভিনেত্রী। আর এই ছবি সূত্র ধরেই দর্শকরা খুঁজে পেয়েছেন দিব্যানীর মনের মানুষকে। এই অভিনেত্রীর পাশাপাশি সমতালে আরো এক অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, নাম ঋষভ চক্রবর্তী।
আরও পড়ুনঃ ছোট পর্দায় ফিরছেন স্বীকৃতি! সঙ্গে থাকছে বিশেষ চমক, নায়ক চরিত্রে দারুণ চমক
![Divyani Mondal, actor, actress, Bengali serial, Rishav Chakraborty, tollywood, বাংলা ধারাবাহিক, বিনোদন image](https://tollytales.com/wp-content/uploads/2025/01/image.png)
উল্লেখ্য, ‘পাণ্ডব গোয়েন্দা’র ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ করেন ঋষভ। এরপর অবশ্য অনেক সিরিয়ালেই দেখা গিয়েছে ঋষভকে। এই অভিনেতার অভিনয় ছাড়াও সংগীত জগতেও বেশ চর্চা রয়েছে তাঁর। বর্তমানে অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার নিম ফুলের মতো ধারাবাহিকে পর্ণার ভাই-এর চরিত্রে। যে রেস্তোরায় দিব্যানী গিয়েছিল সেই একই রেস্তোরায় এমনকি একই দিনে ঋষভকে দেখা গিয়েছিল আর এই সূত্র ধরেই দর্শকেরা সমালোচনা করছে। তবে এখনও এই বিষয়ে কোনও মুখ খোলেননি দুই টলি তারকা।