২০২৪ সালের শেষ সপ্তাহে দেবের ছবি ‘খাদান’ (Khadaan) ঝড় তুলেছে বাংলা সিনেমা জগতে। উত্তর থেকে দক্ষিণ, বাংলা জুড়ে ‘খাদান’-এর সুনাম। মুক্তির মাত্র ১১ দিনের মধ্যেই ১০ কোটির গণ্ডি পার করেছে ছবিটি। পুষ্পা ২-এর মতো বড় বাজেটের ছবির প্রতিযোগিতা সত্ত্বেও ‘খাদান’ বাংলা ছবির বাজারে নিজের আলাদা জায়গা তৈরি করতে পেরেছে। পাশাপাশি, আরও তিনটি বাংলা ছবি পেছনে ফেলে ‘খাদান’ উঠে এসেছে এক নম্বরে। দেবের অভিনয় দক্ষতা, বাস্তবধর্মী চিত্রনাট্য, এবং নির্মাণশৈলীর কারণে দর্শকদের মন জয় করেছে এই ছবি।
টলিউডের (Tollywood) সুপারস্টার দেব শুধু একজন দক্ষ অভিনেতা নন, তিনি প্রযোজক হিসেবেও সফল। অভিনেতা হিসাবে তাঁর দীর্ঘ যাত্রা এবং দর্শকদের প্রতি বিশ্বাসযোগ্যতা তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। ‘খাদান’-এর সাফল্য প্রমাণ করেছে দেবের ক্যারিশমা এবং দর্শকদের প্রতি তাঁর গ্রহণযোগ্যতা। ইতিমধ্যে দেব জানিয়েছেন, এই ছবির সাফল্যের পরে তিনি নতুন উদ্যমে পরবর্তী প্রোজেক্টের জন্য প্রস্তুত।
২০২১ সালে এসভিএফ ঘোষণা করেছিল দেবকে কেন্দ্র করে ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে চমক সৃষ্টি হয়েছিল। খালি গায়ে ধুতি, খড়গ হাতে দেবের লুক সেই সময় ভাইরাল হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে ছবিটির কাজ শুরু হতে পারেনি। কখনও বাজেটের সমস্যায়, কখনও দেবের স্ক্রিপ্ট নিয়ে আপত্তির কারণে এই প্রোজেক্টটি কার্যত স্থগিত হয়ে গিয়েছিল। তবে এখন, ‘খাদান’-এর সাফল্যের পর ফের নতুন করে আলোচনায় এসেছে ‘রঘু ডাকাত’।
খবর, এবার দেব নিজের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর সঙ্গে হাত মিলিয়েছেন সুরিন্দর ফিল্মসের। খাদানের সাফল্যের পেছনে দেবের দীর্ঘদিনের বন্ধু এবং প্রযোজক নিসপাল রানের অবদান ছিল অপরিসীম। তাই এবার রঘু ডাকাতের মতো বিগ বাজেট প্রোজেক্টেও রানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেব। এসভিএফের জায়গায় সুরিন্দর ফিল্মস এই ছবির দায়িত্ব নিতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রীতে দুর্গার নায়ককে ঘিরে গুঞ্জন! স্বয়ম্ভুর জায়গা নিতে কোন তারকা আসছেন?
রঘু ডাকাত নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই দেবের পক্ষ থেকে ছবির লুক এবং মুক্তির তারিখ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ‘রঘু ডাকাত’ ২০২৫-এর পুজোতে মুক্তি পাবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে দেবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন প্রোজেক্টের জন্য।
‘খাদান’-এর সাফল্য এবং দেবের পরবর্তী প্রোজেক্ট নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। দেবের ক্যারিশমা কি ফের বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।