জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপির মহারণ! কথা নাকি ফুলকি টিআরপির দৌড়ে কাকে হারিয়ে এগিয়ে গেল কে?

টিআরপি (TRP) টলিউড হোক কিংবা বলিউড এই বিষয়টি বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে থাকা সকল কলাকুশলী এমনকি পরিচালক প্রযোজকদের জীবনেও অত্যন্ত প্রভাব ফেলে। টিআরপির রেটিংয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে একটা সিরিয়াল কতদিন চলতে পারে। আর এই টিআরপি রয়েছে কেবলমাত্র দর্শকদের হাতে।

সোজা ভাষায় বলতে গেলে, যেকোনো ধারাবাহিকের দর্শকই হয় স্বয়ং বিচারক। দর্শকেরা যেমন এক মুহূর্তে যেকোনো মেগাকে আপন করে নিতে পারে আবার অপছন্দ হলে কোনো গল্পকে বন্ধ করার জন্য মাসও গড়াতে দেয় না। তাই, সিরিয়ালের সঙ্গে জড়িয়ে থাকা বেশিরভাগ বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের নজর থাকে একই দিকে, তাহল টিআরপির নাম্বার।

বর্তমানে জানতে পারা যাচ্ছে বাংলার বিভিন্ন নামকরা চ্যানেলের সিরিয়াল গুলিতে চলছে চুমকি দেওয়ার মতো মোর ঘোরানো পর্ব। যার প্রতিটা পরতে পরতে রয়েছে চমক। এই সপ্তাহের দর্শকদের চমকে দিয়ে টিআরপির তালিকায় প্রথম স্থানাধিকারীদের নাম- জি বাংলার ‘ফুলকি’ এবং স্টার জলসার ‘গীতা এলএলবি’, পেয়েছে ৭.৯। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৭.৮। কথা এবং পরিণীতা দখল করেছে তৃতীয় স্থান, পেয়েছে ৭.৭। অবশেষে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে ‘উড়ান’ এবং ‘রাঙ্গামাতি’ যথাক্রমে পেয়েছে ৭.৩ এবং ৭.০।

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপির তালিকা-

1st •• ফুলকি, গীতা 7.9
2nd •• জগদ্ধাত্রী 7.8
3rd •• কথা, পরিণীতা 7.7
4th •• উড়ান 7.3
5th •• রাঙামতি 7.0

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।