‘বউ কথা কও’ বাংলার ধারাবাহিক দর্শকদের কাছে ছিল এক সময়ের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল (Bangla Serial)। এই সিরিয়ালের মুখ্য চরিত্র মৌরি এই সময় হয়ে উঠেছিল ঘরের মেয়ে। দর্শকেরা ছিল তার দুঃখতেই দুঃখী, তার খুশিতেই খুশি। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া গিয়েছিল মানালি দে (Manali Dey) এবং ঋজু বিশ্বাস। তারপর থেকে অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে একে একে কাজ পাওয়া শুরু করেন।
কিন্তু, দর্শকেরা এটা জানে কি এত বড় অভিনেত্রী হয়েও তাঁকে দর্শকদের হাতে চড় খেতে হয়েছিল? শুনলে অবাক হবেন। জি বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় হওয়া একটি টক শোয়ে এসে অভিনেত্রী সেই কাণ্ডের ব্যাপারে খোলসা করে বলেন। রীতিমত নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল অভিনেত্রীর মন্তব্য করা সেই ভিডিও। এই বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, মূলত একটি খোলা মঞ্চে শো করতে গিয়ে এই কাণ্ড ঘটে। সেই অভিজ্ঞতার কথা মনে করতেই অভিনেত্রী একেবারে চমকে ওঠেন।
যে মন যে তিনি শো করতে গিয়েছিলেন সহ অভিনেতাও তাঁর সঙ্গে ছিল। অভিনেত্রীর কথায়, প্রথম দিকে তাঁরা মাথার নিচু করেই হাঁটছিলেন। এমনকি, সেই অনুষ্ঠানে তাদেরকে দেখতে অনেক মানুষের জমায়েত হয়েছিল। তবে এই বিষয়কে মানালি খুব একটা গুরুত্ব দেয়নি। তারা নিজেদের মতন করেই মাথা নিচু করে হাঁটতে থাকছিল। তারপরেই ঘটে গেল অঘটন। আচমকাই দর্শকাসনে এক মহিলা তাঁর গালে চড় মেরে দেন। শুধু তাকেই নয় এমনকি তাঁর সহঅভিনেতাকেও চড় খেতে হয়েছিল। মানালি যখন খানিক চমকে তাকায় তখন ঐ মহিলা বলেন, ‘মুখ দেখাবেন না বলে কি মাথা নিচু করে হাঁটছেন। তবে, এসেছেন কেন? মুখ দেখাতেই তো!..।’
আরও পড়ুনঃ টিআরপির মহারণ! কথা নাকি ফুলকি টিআরপির দৌড়ে কাকে হারিয়ে এগিয়ে গেল কে?
মানালি বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে, খুব একটা কিছু বলেনি ওই মহিলাকে। তাই, এই ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী খুব একটা কিছু প্রতিবাদ করেননি। শুধুই একটা ঘটনাই নয়, মানালি জানান তাঁর জীবনে এই ধরনের আরও অনেক ঘটনায় রয়েছে যা খুব মজাদার। এই সব ঘটনা বলতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতিও এই টক শোয়ের মাধ্যমে দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।