জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমিকের জন্মদিনের পর ২৪ ঘন্টা পার করে শুভেচ্ছা বার্তা রুক্মিণীর! তবে কি সবটাই লোক দেখানো? সত্যিই বিগড়েছে সম্পর্ক?

বর্তমানে তিলোত্তমায় চলছে শীতকালীন ছুটির মেজাজ। টলিউডে বেশ অনেকগুলি সিনেমা (Cinema) রিলিজ করাতে বাংলার দর্শক হয়েছেন হলমুখী। কেউ দেখছেন খাদান (Khaddan) তো কেউ দেখছেন সন্তান। বলাই বাহুল্য, প্রায় সকল সিনেমাকে ছাপিয়ে দর্শক টানার দৌড়ে একটি হলেও এগিয়ে রয়েছে দেব-যীশুর খাদান। এই মুহূর্তে দেব ভাসছে এক স্বপ্নের আকাশে, স্বপ্ন হয়েছে আকাশচুম্বী।

উল্লেখ্য, বড়দিনের প্রাক্কালে গত ২০শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই মুভি। তার ওপর আবার গতকালই হয়ে গিয়েছে দেবের জন্মদিন। চারিদিকে একটাই সুর, ‘শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত’। আর এই সবকিছুর মাঝেই অভিনেতার বিশিষ্ট বান্ধবী রুক্মিণী করলেন আবেগঘন পোস্ট। যতই হোক সে অভিনেতা বিশেষ মানুষের থেকে শুভেচ্ছা বার্তা পেলে কার না ভালো লাগে।

Dev, Rukmini, Bengali Actor, দেব, রুক্মিণী, বাঙালি অভিনেতা

জন্মদিনের পার্টিতে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভাল কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শুভেচ্ছা।”

এই পোস্ট দেখে দেব-রুক্মিণীর অনুরাগীরা মন্তব্য বললেন, “অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।” আবার আরেকজন লিখেছেন, “তোমাদের দু’জনকে একসঙ্গেই দেখতে ভালবাসি।” বেশ কিছুদিন আগেই এই ‘khadan’ সিনেমা নিয়েই সমাজ মাধ্যমে অভিনেত্রী নিজের বক্তব্য প্রকাশ করায় সমালোচকেরা তার রসিয়ে সমালোচনা করেছিলেন। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তার আগামী সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ নিয়ে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।