জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হৃদানের শার্ট ঝাঁপল ‘জগদ্ধাত্রী’র দুর্গা! এমন করুণ হাল জি বাংলার, কটাক্ষ দর্শকদের

বিনোদন জগতে কপি নামক শব্দটির বহুল প্রচলন রয়েছে। তা সে সিনেমা কপি করা হোক ইনবাল লোকেশন, সবকিছুকেই কপি করা হয়। কখন টলিউড (Tollywood) করছে বলিউডকে কপি আবার কখনও বাংলার ধারাবাহিকের স্ক্রিপ্টকে কপি করে তৈরি হচ্ছে। এই কপি করা ব্যাপারটি আজকের নতুন নয়, বছরের পর বছর ধরে চলে আসছে এই নিয়ম।

বর্তমানে এমন উল্লেখযোগ্য অনেক সিরিয়ালের গল্প রয়েছে যা নিয়ে হয়েছে হিন্দি সিরিয়াল। কপি করা নিয়ে বিভিন্ন মন্তব্য ঘোরাফেরা করে সমালোচকদের মধ্যে। তবে এই বিষয় নিয়ে সিরিয়াল কিংবা সিনেমা নির্মাতাদের ফেলে না। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এমনই এক নকল কিংবা কপির স্বীকার হয়েছে বাংলা ধারাবাহিকে।

সম্প্রতিকালে জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন প্রমো দর্শকদের কাছে প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে জ্যাসের নতুন রূপ অর্থাৎ জগদ্ধাত্রীকে নতুন রূপে দেখা যাচ্ছে। পড়ে গিয়ে জানতে পারা যায় সে জগদ্ধাত্রী নয়, তার মেয়ে দুর্গা। দুর্গার পরনে দেখতে পাওয়া যাচ্ছে লাল এবং কালো চেক শার্ট সঙ্গে কালো টি-শার্ট। এই পোশাক দেখেই দর্শকদের স্মৃতিতে ভেসে ওঠে এই ধরনের একই লুক তারা আগেও দেখেছে, তবে তা মহিলা চরিত্রে নয়।

এই অবিকল লুক দেখতে পাওয়া গেছে জি বাংলার এক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা আয়ান ঘোষকে। সেই একই লুকে দুর্গাকে দেখে সমালোচনা করেন অনেক দর্শকেরা। বলেন, “হৃদানের ড্রেস কেন কপি করা হল”, অনেকের মনেই এই প্রশ্নের জাগরণ ঘটেছে। বেশ কিছু আয়ানের অনুরাগীরা ক্ষিপ্তও হয়ে গেছেন। অবশ্যই এই নিয়ে কোনো মাথা সিরিয়াল পরিচালকের।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page