বিনোদিনী বাংলা নাট্য জগতে অন্যতম উল্লেখযোগ্য নাম। এই নামটা শুনলেই মনে পড়ে বাংলার প্রাচীন নাট্য জগতের কথা। বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য নাম ‘নটী বিনোদিনী’ (Binodiini)। বাংলা থিয়েটারের অভিনয়ে জগতের অভিনেতা অভিনেত্রীদের নাম উঠলেই তালিকার প্রথম সারিতেই থাকে এই নাম। প্রাচীনকালে নাট্য জগতে এই বিনোদিনীর অবদান এতটাই ছিল যে সমগ্র বাঙালি জাতি আজও তাঁকে ভুলতে পারিনি। এমনকি বর্তমানে তাকে নিয়ে অনেক নাটকও তৈরি হয়েছে।
এই মুহূর্তে অনেক জায়গায় বিনোদিনী নামের নাটক মঞ্চস্থ হয়। কিন্তু এই প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রির বড়পর্দায় দেখতে পাওয়া যাবে বিনোদিনীকে। আগামী দিনে আসতে চলেছে রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা ‘বিনোদিনী’। এই সিনেমার পরিচালক রামকমল মুখার্জি। গতকাল অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই এই সিনেমা প্রথম পোস্টার মুক্তি পেয়েছে দর্শকদের কাছে। এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘চ্যাম্প’ হলেও পরবর্তীকালে অনেক ভিন্ন স্বাদের সিনেমা করেছে যা দর্শকদের মন কেড়ে নিয়েছে।
পোস্টার লঞ্চে এই সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী বলেন, “হয়ত বিনোদিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য এই ৭ বছরের অভিজ্ঞতায় অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সবথেকে স্পেশাল বললে ভুল হবে না।” এই কথার মাধ্যমে বোঝা গেল এই ছবিটি অভিনেত্রীর জন্য ঠিক কতটা মূল্যবান।
সাক্ষাৎকারে অভিনেত্রী একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে বললেন, “আজকে আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার টিম থেকে একজন বলল যে তোমার নিজের সাত বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বানাতে পাঁচ বছর লেগে গেল। ও খুব সিম্পল ভাবে কথাটা বলে বেরিয়ে গেল কিন্তু আমি ওর দিকে তাকিয়ে ভাবলাম সত্যিই একটা নারী কেন্দ্রিক ছবি, একটা হিরোইনের পোস্টার, একটা হিরোইনের টাইটেল ও নাম বিনোদিনী, একটা হিরোইনের সেই রকম হিরোর বাজেটের ছবি করার জন্য যদি কেউ চেষ্টা বা আশ্পর্ধা দেখায়, তাতে পাঁচ বছর লেগে যায়। এটা অদ্ভুত একটা বিষয়ে ২০২৫ এ দাঁড়িয়ে ভাবতে হচ্ছে। এটা ভাবতে হয়েছে এটা করতে হয়েছে, লড়াইটা করতে হয়েছে।”
উপরিউক্ত বক্তব্যের মাধ্যমে অভিনেত্রী দর্শকদের কাছে এই বিনোদন জগত নিয়ে কিছুটা হলেও খারাপ লাগা প্রকাশ করেছেন। মূলত তিনি বোঝাতে চেয়েছেন, যে কোনও গুরুত্বপূর্ণ মহিলা কেন্দ্রিক ছবি আজকের দিনে দাঁড়িয়েও তৈরি করতে গেলে পাঁচ বছর সময় লেগে যায় যেখানে কোন পুরুষ কেন্দ্রিক ছবি করতে গেলে এতটা সময় লাগে না।
আরও পড়ুনঃ হৃদানের শার্ট ঝাঁপল ‘জগদ্ধাত্রী’র দুর্গা! এমন করুণ হাল জি বাংলার, কটাক্ষ দর্শকদের
উল্লেখ্য, অভিনেত্রীদের বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান সমাজে দাঁড়িয়ে নারী-পুরুষের তারতম্য রয়েছে, এই ব্যাপারটি কি বোঝানোর চেষ্টা করেছেন। এই সিনেমা নিয়ে রুক্মিণীসহ সকল কলাকুশলীরা যথেষ্টই আগ্রহী হয়ে রয়েছেন এবং প্রযোজকও বেশ আশাবাদী যে, দর্শকদের মধ্যে ভালো সারা ফেলে দেবে ‘বিনোদিনী’।