স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui shalik) শুরু থেকেই দর্শকদের আকর্ষণ করে আসছে তার টানটান গল্প ও সম্পর্কের নাটকীয়তায়। দেবা, ঝিলিক, আঁখি এবং গৌরবের জীবনে ঘুরে যাওয়া প্রতিটি মোড় নতুন রঙ এনে দিয়েছে ধারাবাহিকে। সম্প্রতি পর্বে আবারও গল্পে এসেছে টানটান উত্তেজনা। দেবার মুক্তি এবং তার চারপাশে গড়ে ওঠা জটিল সম্পর্কের গল্প নতুন মোড় নিচ্ছে।
সম্প্রতি পর্বে দেখা যায়, দেবা জেল থেকে মুক্তি পেয়েছে। দেবার মুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান ঝিলিকের। তার প্রচেষ্টা ও প্রমাণ জোগাড়ের দক্ষতায় দেবাকে জেল থেকে ছাড়িয়ে আনা সম্ভব হয়েছে, যদিও গৌরব ছাড়া দেবা কে জেল থেকে বার করাটা সম্ভব ছিল না। এই ঘটনার জন্য দেবার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঝিলিকের প্রশংসায় পঞ্চমুখ। তবে, দেবা বুঝতে পারছে কিছু যেন ঠিক হচ্ছে না। সবাই যাকে ঝিলিক ভাবছে সে যে আসলে আঁখি সেই বিষয়টি নিয়েই দেবা চিন্তিত।
অন্যদিকে গৌরব নিজের মনের কথা জানিয়ে দেয় ঝিলিককে। সে স্বীকার করে, ঝিলিকের প্রতি তার অনুভূতি বদলে গেছে, সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ঝিলিক ভাবতে থাকে কবে সে গৌরব কে সত্যি কথা বলবে সে আসলে ঝিলিক আখি নয়।
আঁখি দেবার কাটা জায়গার মলম লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই দেবা আঁখির দিকে তাকিয়ে ভাবতে থাকে আমি তো এই মেয়েটিকেই ভালোবেসে ছিলাম। এরই মধ্যে আঁখি সবার খাওয়া-দাওয়ার দায়িত্ব পালন করলেও, নিজের জন্য কিছুই রাখেনি। দেবা এই বিষয়টি লক্ষ্য করে। আঁখির এই আত্মত্যাগ দেখে দেবার মন কিছুটা নরম হয়। সে ভাবতে শুরু করে, আঁখি হয়তো সত্যিই তাকে ভালবাসে, আঁখি হয়তো সত্যিই সংসারটা করতে চায়।
আরও পড়ুন: আমার ৭ বছরের ক্যারিয়ারের পাঁচটা বছর কেটে গেল বিনোদিনীর জন্য, এই ছবিটা হয়তো আমার শ্রেষ্ঠ কাজ! বিনোদিনীকে নিয়ে অকপট রুক্মিণী
দুই শালিক এর গল্প প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে, যা দর্শকদের পর্দার সামনে ধরে রাখছে। এখন দেখার বিষয়, দেবা কি আঁখির ছদ্মবেশ এর কথা সবাইকে জানিয়ে দেবে? গৌরবই বা কবে জানতে পারবে আঁখি এবং ঝিলিকের সত্যিটা? বর্তমানে সম্পর্কের এই জটিলতা কি গল্পকে নতুন দিক দেবে? উত্তর দেবে আগামি পর্বগুলো।