জি বাংলার (Zee Bangla) ভিন্ন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রী রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচাৰ্য ( Sweta Bhattacharya)। শীতকালের এই বিয়ের মরশুমে আকচার দেখতে পাওয়া যাচ্ছে টলিউড কিংবা বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আর এই বিয়ের মরশুমেই টলিউডের ছোট পর্দা থেকে বড় পর্দার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা সাত পাকে বাঁধা পড়ছেন। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে, টলিউডের ছোট পর্দার এমনই দুই পরিচিত মুখ সেরে ফেললেন তাদের আশীর্বাদ পর্ব। অবশেষে ঘটলো অপেক্ষার অবসান।
বাংলা সিরিয়াল জগতের অন্য প্রিয় জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য সেরে ফেললেন তাদের জীবনের বাগদান পর্ব।টলিপাড়ার বহু জুটির মধ্যে অন্যতম জনপ্রিয় এই শ্বেতা-রুবেলের জুটি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের ছোট পর্দার এই জনপ্রিয় জুটি। বর্তমানে অভিনেতা রুবেল দাসকে দেখতে পাওয়া যাচ্ছে ‘ নিম ফুলের মধু’ ধারাবাহিকে এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ নামের সিরিয়ালে।
আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রুবেল-শ্বেতা। গত ১৫ ই ডিসেম্বর ঘরোয়া ভাবেই দুই পরিবারকে সাক্ষী রেখে বাগদান পর্ব সারলেন এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। সম্পর্কের শুরুর দিকে এই দুই অভিনেতা অভিনেত্রী তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা না হলেও পরবর্তী কালে তাঁদের সম্পর্কের বিভিন্ন মুহূর্ত অকপটভাবে মেলে ধরতেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: হাত চেটে খাবে সব্বাই! শীতে বানান ধনেপাতা পোস্ত বাটা
বাগদানের এই বিশেষ দিনে অভিনেত্রীর পরনে ছিল নীল শাড়ি, হালকা মেক আপ সঙ্গে মানানসই গয়না আর অভিনেতার পরনে ছিল নীল পাঞ্জাবী। বাগদানের কথা জানতে পেরে বেজায় খুশি এই জুটির অনুরাগীরা। এখন অপেক্ষা শুধু সাত পাঁকে বাঁধা পরার।