জি বাংলা (Zee Bangla) ও ষ্টার জলসার (Star Jalsha) সিরিয়াল নিয়ে চলছে এই মুহূর্তে জোরদার টক্কর। টিআর পির টক্করের প্রতিযোগিতায় নাম রয়েছে ‘দুই শালিক’ (Dui Salik)এবং ‘পুবের ময়না’ (Puber Moyna)। বাঙালি ঘরের মা-কাকিমাদের কাছে সন্ধ্যেবেলা মানেই শুরু হয়ে যায় সিরিয়ালের পর্ব।
স্টার জলসার ‘কথা’ কিংবা জি বাংলার ‘নিম ফুলের মধু’, সবাই সবার পছন্দমত ভিন্ন সময় ভিন্ন চ্যানেলে বিভিন্ন সিরিয়াল দেখেন। আবার, এই সব চ্যানেলের সিরিয়ালের মধ্যে চলতে থাকে অনবরত টিআরপির দৌড়। এই দৌড়ে দর্শকদের ভালবাসার টানে এগিয়ে যায় কোনো সিরিয়াল আবার কোনো সিরিয়াল থাকে পিছিয়ে। আর টিআরপির দৌড়ে পিছিয়ে থাকার জন্যই বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলায় চলতে থাকা ‘পুবের ময়না’ ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে।
বিকাল সাড়ে পাঁচটায় জি বাংলার ‘পুবের ময়না’র সঙ্গে একই সময় চলতে থাকা সিরিয়াল স্টার জলসার ‘দুই শালিক’কে টিক্কা দিতে খানিক ব্যর্থ হয়েছে। তাই, ছয় কিংবা সাত মাস কাটতে না কাটতেই চ্যানেলের কোপ পড়ে এই ধারাবাহিকের ওপর। ‘পুবের ময়না’র মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় গৌরব রায়চৌধুরী ও নবাগতা অভিনেত্রী ঐশানীকে। এই ধারাবাহিক প্রাথমিকভাবে ভালো উদ্যম নিয়ে শুরু হলেও পরবর্তীকালে তা বজায় রাখতে পারেনি। দুই শালিকের সঙ্গে টিআরপির টক্করে অনবরত হারের কারণে নেওয়া হয় এই বড়ো সিদ্ধান্ত।
এই ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার কারণেই আগামী ১৬ই ডিসেম্বর অর্থাৎ আজ থেকে থেকে বিকালের ৫:৩০ টার স্লটে দেখতে পাওয়া যাবে না ‘পুবের ময়না’। ‘পুবের ময়না’র পরিবর্তে শুরু হতে চলেছে নীল-শ্যামোপ্তীর কাহিনী অর্থাৎ জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘অমর সঙ্গী’, যা এতদিন সম্প্রচার হয়ে এসেছে দুপুর ৩:৩০-এর সময়। আর, দুপুর সাড়ে তিনটে-তে সম্প্রচার হতে চলেছে ‘পুবের ময়না’।
আরও পড়ুন: বিয়ের মরশুমে দারুণ খবর, অবশেষে সম্পর্কে এক ধাপ এগোলেন শ্বেতা-রুবেল, সারলেন বাগদান
তবে কি সময় পরিবর্তনই ‘পুবের ময়না’ শেষ হবার পরিকল্পনা উস্কে দিতে চলেছে ধারাবাহিক অনুরাগীদের মনে। বর্তমানে এই ভেবে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলা যাবে যে, এই মুহূর্তেই বন্ধ হচ্ছে না ‘পুবের ময়না’। আবার অন্যদিকে, জি বাংলায় সম্প্রচার হতে থাকা দুই মেগা ‘মালাবদল’ এবং ‘মিঠিঝোরা’ দীর্ঘ ঘন্টা ধরে সম্প্রচারিত হয়। তার জেরেই বেশ বিরক্ত অনেক দর্শকই।