জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বাড়ির সবথেকে ওর নজর, সংসারের যাবতীয় দায়িত্ব ও সামলায়!’ ছোটবেলায় মাতৃহারা স্বপ্নীলাকে নিয়ে কি বললেন তার বাবা?

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যতজন অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী। বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।‌এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলো দর্শকদের মনোরঞ্জন করছে তাদের মধ্যে অন্যতম হল অর্গানিক স্টুডিওর ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে তিন বোনের গল্প মন জিতেছে বাঙালি দর্শকদের। আর এই তিন বোন হলেন আরাত্রিকা, দেবাদৃতা, স্বপ্নীলা।‌ এই তিন জনের অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে বাঙালি দর্শকদের। ‌

উল্লেখ্য, এই ধারাবাহিকে রাই এবং নীলুর থেকেও দর্শক প্রিয় চরিত্র হলো ছোট বোন স্রোতের। এই চরিত্রটি ভীষণ রকম সাহসী, পরিশ্রমী, মেধাবী এবং স্পষ্ট বক্তা হিসেবে। বলাই বাহুল্য অন্যায় দেখলে একেবারেই আপোষ করেনা স্রোত। আর তার এই দাপুটে চরিত্রের জন্য‌ই দর্শকদের মধ্যে দারুন জনপ্রিয় স্বপ্নীলার চরিত্র।
এই অভিনেত্রীর অভিনয় যাত্রা শুরু হয় লোকনাথ ধারাবাহিকের মধ্যে দিয়ে। এরপর কন্যাদান, এক্কাদোক্কা ধারাবাহিকেও দারুণ ভাবে নজর কেড়েছিলেন স্বপ্নীলা। অবশেষে মিঠিঝোরা ধারাবাহিকের মধ্যে দিয়ে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়।‌

যদিও সব ধারাবাহিকেই উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন এবার মিঠিঝোরার স্রোতকে ছোটপর্দায় মুখ্য ভূমিকায় দেখতে চান তারা। তবে জানেন কি নায়িকা হিসেবে নয় খলনায়িকা হিসেবে প্রথম বারের মতো পর্দায় এসেছিলেন এই অভিনেত্রী। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ভিলেন হিসেবে প্রথম দেখা যায়। এরপর কন্যাদান, এক্কাদোক্কা আর এখন মিঠিঝোড়া।

যদিও তার এই সাফল্যের পেছনে রয়েছে যথেষ্ট পরিশ্রম, স্ট্রাগল। উল্লেখ্য, আদতে স্বপ্নীলা আসানসোলের মেয়ে। কাজ পাওয়ার জন্য একটা সময় আসানসোল থেকে কলকাতা যাতায়াত করতেন তিনি। প্রচুর জায়গা থেকে মিলেছে অসাফল্য।‌ কিন্তু থেমে যাননি, আশা ছাড়েননি। মনের জোরে, জেদে আজ সফল অভিনেত্রী
স্বপ্নীলা। সম্প্রতি নিজের বাবার সঙ্গে অভিনেত্রী এসেছিলেন দিদি নাম্বার ওয়ান খেলতে।

ছোটবেলাতেই মাকে হারিয়েছেন স্বপ্নীলা। জীবন জুড়ে বাবাই সব। বাড়ির সমস্ত দিকে নজর রাখে স্বপ্নীলা। সমস্ত দায়িত্ব‌ই একার হাতে সামলায় সে। যদিও নিজের কন্যাকে নিয়ে অভিযোগ রয়েছে বাবার। ‘দিদি নম্বর ১’র মঞ্চে রচনার সামনেই স্বপ্নীলার প্রতি অভিযোগ করে তার বাবা বলেন, ‘আলমারির থেকে ওর খাটে বেশি জামাকাপড় থাকে ওর খাটে’। এই কথা শুনে চমকে উঠে রচনা বলেন, ‘এত্ত বড় মেয়ে, কিছু কাজ করে না’!

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page