স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই পরিচয় রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu) এবং শ্যামপ্তি মুডলির (Shyamopti Mudly)। তারপর থেকেই শুরু হয় জীবনের অন্য কাহিনী। বলা যেতে পারে, এই দুই অভিনেতা-অভিনেত্রীর সম্পর্ক বন্ধুত্বের থেকে বেশী কিছুরই ইঙ্গিত দেয়।
টলিউড পাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যায় নানান ধরনের গুঞ্জন, তা সে প্রেমের গুঞ্জন হোক কিংবা বিয়ের। এমনই এক কানাঘুষো প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে টলিউডের ছোটপর্দার মহলে। বর্তমানে জানতে পারা যাচ্ছে, জি বাংলায় ‘কোন গোপনে মন ভেসেছে’র মুখ্য চরিত্রের অভিনেতা রণজয় এবার ‘অমর সঙ্গী’র মুখ্য চরিত্রের অভিনেত্রী শ্যামৌপ্তি নাকি প্রেম করছেন।
এই দুই অভিনেতা-অভিনেত্রীর বন্ধুত্ব শুরু হয় স্টার জলসায় হয়ে যাওয়া ‘গুড্ডি’ নামক ধারাবাহিক থেকে। বর্তমানে, এই দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যে কেউই সম্পর্ক নিয়ে অকপট হননি অনুরাগীদের কাছে। প্রধানত আশা করা যায়, রণজয় বিষ্ণুর প্রেমজ সম্পর্কে বিচ্ছেদ হবার পর থেকেই অভিনেতার জীবনে জায়গা করে নেই এই অভিনেত্রী। এমনকি, দিদি No. 1 -এর মঞ্চেও অভিনেত্রীর কাছে এই সম্পর্কের প্রসঙ্গ ওঠাতে এড়িয়ে যান শ্যামপ্তি।
আরও পড়ুন: ‘বাড়ির সবথেকে ওর নজর, সংসারের যাবতীয় দায়িত্ব ও সামলায়!’ ছোটবেলায় মাতৃহারা স্বপ্নীলাকে নিয়ে কি বললেন তার বাবা?
এছাড়াও, বেশ কিছু দিন আগে হয়ে যাওয়া রণজয়ের বন্ধুর বিয়েতে দেখতে পাওয়া যায় এই জুটিকে।রণজয়-শ্যামপ্তি ছাড়া আর ইন্ডাস্ট্রির কোনও তারকাকেই দেখতে পাওয়া যায়নি সেই অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া এই ছবি পুনরায় এই জুটির অনুরাগীদের মনের মধ্যে উস্কে দিলো সম্পর্কের গুঞ্জন। আপাত দৃষ্টিতে দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুর বিয়ে হোক বা কোনো পুজোর অনুষ্ঠান সব জায়গাতেই দেখা যাচ্ছে একসঙ্গে, যাতে কিনা আরও গাঢ় হয়ে যাচ্ছে এই সম্পর্কের চর্চা।