জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি প্রেম করার জন্য এমন পুরুষ খুঁজছি”, ‘মিঠিঝোরা’র স্রোতের স্বপ্নের রাজকুমার কেমন হবেন? কি বললেন নায়িকা?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী বর্তমানে খুঁজে চলেছেন তাঁর জীবনসঙ্গী।

আজকালকার যুগে, হামেশাই দেখতে পাওয়া যায় এমনও কেউ কেউ আছে যিনি কিনা প্রায় একসঙ্গে দুই বা তিনটে প্রেম করছেন আবার কেউ এমনও আছে যাঁর কিনা ভাগ্যে একটিও সঙ্গী জুটছে না। সাধারণ মানুষ থেকে তারকামন্ডলী সকলের ওপরেই এই প্রভাব বিদ্যমান।

এমনই এক টলিউড পাড়ার পরিচিত মুখ জীবনের সঙ্গী পাওয়ার জন্য রীতিমতো বাইনাকুলার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। অভিনেত্রী টেলিভিশন জগতে পা রাখেন সান বাংলার ‘কন্যাদান’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর মূলত অভিনেত্রীর পরিচিতি ঘটে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের হাত ধরে। জি বাংলার এই ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রের নাম স্রোত।

পার্শ্ব চরিত্র হলেও এই অভিনেত্রী তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। ‘মিঠিঝোরা’খ্যাত এই অভিনেত্রীকে সম্প্রতি টলিউডের অন্যতম পরিচিত মুখ আদিত্য-পূর্বাশার গ্রেন্ড ওয়েডিং পার্টিতে দেখতে পাওয়া যায়। সেখানে অভিনেত্রী স্বপ্নিলাকে বলতে শোনা গেলো, তাঁর ঠিক কেমন জীবনসঙ্গী চাই।

সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেত্রীকে বলতে শোনা গেল, তাঁর আর বাকি সাধারণ মেয়েদের মতনই চাই স্বপ্নের রাজপুত্র, টল-ডার্ক-হ্যান্ডসাম একটা ছেলে। অভিনেত্রী বললেন, “আমি প্রেম করার জন্যও কাউকে খুঁজচ্ছি”, কিন্তু পাচ্ছে না বলেই এমন দাবি স্বপ্নিলার। অভিনেত্রী বললেন, জীবনসঙ্গীকে হতে হবে খানিক তাঁর মতো।

TollyTales NewsDesk