জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবারের টিআরপি লিস্টে কে কোথায়? প্রাইম টাইমে বাজিমাত করল কে? আগাম জানুন টিআরপি তালিকা

সিরিয়াল প্রেমীদের কাছে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য। প্রতি সপ্তাহেই সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় সিরিয়ালের পজিশন জানার জন্য। এই নিয়ে উত্তেজনা সমাজ মাধ্যমে নেহাত কম নয়। বিগত কয়েক সপ্তাহে টিআরপি লিস্টে আমূল পরিবর্তন চোখে পড়ছে। তার ব্যতিক্রম এই সপ্তাহেও হলো না।

একদিকে বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলার সিরিয়াল ‘অমর সঙ্গী’র টিআরপি নিচে নেমেছে অপরদিকে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিক টিআরপি পাড়াতে সক্ষম হয়েছে। সন্ধে ছটার স্লটে এবার পিছিয়ে ‘নিম ফুলের মধু’ অন্যদিকে ‘তেতুল পাতা’ এগিয়ে গিয়েছে। ৬:৩০ টায় যথাক্রমে ‘গীতা এলএলবি’র কাছে হার মানতে বাধ্য হলো ‘আনন্দি’

সন্ধ্যে সাতটার প্রাইম টাইমে ‘কথা’র জনপ্রিয়তা থাকলেও এবারও জয়লাভ ‘জগদ্ধাত্রী’র। সাড়ে সাতটার স্লটে ‘ফুলকি’কে এখনো হারাতে পারল না ‘রাঙামতি তীরন্দাজ’। আটটার সময় দর্শক ‘উড়ান’ কে পেছনে ফেলে ‘পরিনিতাকে’ই বেছে নিয়েছেন। রাত সাড়ে আটটায় আবারো শ্যামলী ম্যাজিকে জিতে গেল ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘গৃহপ্রবেশ’ ধোপে টিকলো না।

রাত ন’টায় বলাই বাহুল্য ‘মিত্তির বাড়ি’ এখনো টপ করছে। অন্যদিকে নতুন ধারাবাহিক ‘চিরসখা’ খাতাই খুলতে পারল না। তবে রাত সাড়ে নটা থেকে টিআরপি লিস্টের খুব একটা পরিবর্তন দেখা যায়নি। যৎসামান্য টিআরপি বেড়েছে ‘অনুরাগের ছোঁয়া’র। অন্যদিকে ‘রোশনাই’ এবং ‘মিঠি জোড়া’র টিআরপি তলানিতে গিয়ে ঠকছে। এবং সর্বশেষ ‘মালাবদল’ ধারাবাহিক কে পরাস্ত করেছে ‘শুভ বিবাহ’।

সমস্ত সিরিয়ালের টিআরপির ওঠা পড়া অতিক্রম করে এই সপ্তাহে টপার হওয়ার দাবিদারের নাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। এইবার দেখার বিষয় পরিণীতা এই পজিশন কতদিন ধরে রাখতে পারে।

Piya Chanda