জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শিবের তান্ডব নৃত্য করা সহজ নয়, শিব পুজোর নিজের সেই ভয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করলেন সম্রাট মুখার্জি

কথায় বলে, যখন চারদিকে সমস্ত আশা ক্ষীণ হয়ে আসে, তখন যিনি সকলের উপরে থেকে ভক্তদের আশ্রয় দেন, তিনি মহাদেব। যদি কেউ নিজের উপর বিশ্বাস হারিয়েও ফেলে, তবুও শিব তাকে পুনরায় শক্তি জোগাতে পারেন। পুরাণ মতে আজকের দিনেই ব্রহ্মা ও বিষ্ণুর দর্প চূর্ণ করতে মহাদেব প্রথম লিঙ্গ রূপ ধারণ করে সেই থেকেই মহাশিবরাত্রিতে মহাদেবের এই লিঙ্গ পূজা প্রচলিত।

সেই কারণেই আজকের এই শুভ দিনে, অর্থাৎ মহা শিবরাত্রিতে, অসংখ্য মানুষ গভীর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মহাদেবের পূজা করেন। বিনোদন জগতের বহু তারকাও মহাদেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি রাখেন এবং এই বিশেষ দিনে শিবের আরাধনায় মগ্ন হন। এর ব্যতিক্রম নন টলি পাড়ার জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেতা ‘সম্রাট মুখোপাধ্যায়’।

image 11

টিভির পর্দায় বহুবার মহালয়া স্পেশাল শো তে সম্রাটকে দেখা গিয়েছে বিভিন্ন ভূমিকায় আগের বছর শিবের ভূমিকায়ও দেখা গিয়েছে তাকে। যেহেতু নিত্য শিল্পী বাড়িতে রয়েছে একাধিক শিবের নটরাজ মূর্তি। আজ শিবরাত্রিতে সম্রাট এর পরিকল্পনা কি জানতে চেয়ে এক সংবাদ মাধ্যম। যোগাযোগ করলে তিনি জানান “এই বছর ইচ্ছে থাকলেও উপোস করে বাবার পুজো দিতে পারব না, কারণ আমার নিজের বাবা কিছুদিন আগে গত হয়েছেন কিন্তু ইচ্ছা আছে অশৌচ শেষ হলে উপোস রেখে মহাদেবের পূজা করব।”

অভিনেতা আরো বলেন বেহালায় তিনি একটি শিব মন্দির তৈরি করছে চলতি বছর মে মাসে তার উদ্বোধন হবার কথা রয়েছে মূর্তিও আনা হয়ে গিয়েছে, মন্দিরের কাজও প্রায় সম্পন্ন। তিনি নাকি উদ্বোধন করবেন। শিবরাত্রি নিয়ে ছোটবেলার স্মৃতি জিজ্ঞেস করলে অভিনেতা বলেন “আমি থিয়েটার রোডে বড় হয়েছি, সেখানে খুব ঘটা করে শিবরাত্রি পালন হয় সারা রাত থিয়েটার, নাটক, কাওয়ালী এবং গান-বাজনা হতেই থাকে।”

বাবার প্রসাদ কি? খেয়েছেন কখনো? এমনটা জানতে চাওয়া হলে হেসে অভিনেতা বলেন “বাবার প্রসাদ খাওয়ার সেরম আমার অভ্যাস নেই কিন্তু ছোটবেলায় ভূলবশত একবার খেয়ে ফেলি তারপরে সারারাত নেচেছিলাম।” নাচ প্রসঙ্গেই মহালয়ার শিবের তাণ্ডব নৃত্যের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সম্রাট বলেন যেহেতু আমি নৃত্যশিল্পী ভেবেছিলাম ওটা খুব সহজ হবে।

কিন্তু অত ভারী পোশাক ও হাতের ত্রিশূল নিয়ে তান্ডব নৃত্য করা সত্যিই খুব কঠিন। এ বিষয়ে আমার ভারতনাট্যমের দক্ষতা কিছুটা কাজে দিয়েছে। অভিনেতা আরো বলেন বহুবার তিনি আগে মহালয়ায় মহিষাসুর ও অন্যান্য ভূমিকায় অভিনয় করলেও শিবের বেশি অভিনয় এই প্রথমবার তার অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। শিব সম্বন্ধে তার ধারণা আরও স্পষ্ট হয়েছে। তার মতে শিব সাজলেই শিব হওয়া যায় না। তাকে হতে হয় শান্ত এবং বিনম্র।

এখনকার অনেকে ছেলেরাও শিবরাত্রির ব্রত করে থাকেন এই কথা টেনে অভিনেতা বলেন “আমার মনে হয় কর্তব্য বোধ থাকা উচিত। নিজের দায়িত্ব পালন করা উচিত। যতই দুষ্টুমি করো না কেন, নিজেকে ভালো রাখা উচিত। আর হ্যাঁ! অবশ্যই যেটা করা উচিত নিজের রাগ আয়ত্বে রাখা উচিত। আগে আমার স্ত্রী আমায় বলতো যে আমার খুব রাগ। এখন বয়সের সঙ্গে সঙ্গে সেসব অনেক কমে গিয়েছে। খুব একটা রাগ করি না।

Piya Chanda