জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বহুরূপী’ র পর এবার ছোট পর্দায় ফিরছেন কৌশানি! নতুন রূপে কোথায়?

গত বছর দুর্গা পুজোতে নন্দিতা রায় ( Nandita Roy)শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) পরিচালিত ছবি ‘বহুরূপী'(Bahurupi) রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল দর্শক মহলে, ঝাপ ফেলতে বসা সিনেমা হল গুলি হঠাৎ ভরে উঠেছিল বাংলা ছবি (Bengali film) প্রেমী মানুষের ভিড়ে। ৮ থেকে ৮০ বলাই বাহুল্য সবাই খুব পছন্দ করেছেন এই ছবি। ছবির মুখ্য অভিনেত্রী হিসেবে দর্শক মহলে ভালই প্রশংসা কুড়িয়েছেন কৌশানী মুখোপাধ্যায়(koushani Mukherjee)। এই ছবি র ‘আজ বসন্তের গায়ে হলুদ'(Aj Bosonter Gaye Holud ) নামক গানটি নিজ এক্স হ্যান্ডেলে (X handle) শেয়ার করেছিলেন স্বয়ং বিখ্যাত সংগীত পরিচালক ‘এ আর রহমান'(A.R. Rahman)। ব্যাস সেই থেকেই বলা যায় কৌশানীর জনপ্রিয়তা খানিক তুঙ্গে।

তবে এবার এক বড় সংবাদমাধ্যমে খবর বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা তে ও নাকি এবার দেখা যাবে কৌশানীকে। শোনা গেছে ‘সৃজিত মুখোপাধ্যায়’ (Srijit Mukherjee) আসন্ন ছবি ‘কিলবিল সোসাইটি’ তে কৌশানী রয়েছে মুখ্য চরিত্রে। এর পাশাপাশি শোনা যাচ্ছে জি বাংলার ফেমাস রিয়েলিটি শো ‘সারেগামাপা’র (Saregamapa) ফাইনাল ২রা মার্চ। সারেগামাপার জায়গায় এরপর আসতে চলেছে জি বাংলার আরেকটি বহু পুরনো ও জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স'(Dance Bangla Dance)। সংবাদমাধ্যমে খবর এই শো তেই নাকি বিচারকের আসনে দেখা যাবে কৌশানিতে। অতীতে সিনেমার প্রচারে দু-একবার এই মঞ্চে আসলেও বিচারক হিসেবে তার নতুন সংযোজন।

image 10

অতীতে এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে যেসব অভিনেত্রীরা বসেছিলেন তাঁরা হলেন ‘শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, মৌনী রায়’। তাদের মধ্যে ‘শুভশ্রীকে’ ও এবার দেখা যাবে। তবে এইবার আরও খবর বহুদিন পরে এই রিয়্যালিটি শো তে আবার ফিরতে চলেছেন ‘যিশু সেনগুপ্ত’ তবে এবার বিচারকের আসনে। এইবার সঞ্চালনার দায়ভার পড়েছে অভিনেতা ‘অঙ্কশ হাজরা’র উপর।

এর আগে বিচারকের আসনে অভিনেতা ‘দেবের’ বসার কথা শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত থাকায় দেব হয়তো যোগ দিতে পারবেন না।
অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের কাছ থেকে খবরের সত্যতা যাচাই করতে সংবাদ মাধ্যমের ফোন গেলে অভিনেত্রী, অভিনেত্রীর আপ্তসহায়ক দুজনেরই ফোন বন্ধ আসে। পরবর্তীতে রিয়্যালিটি শো এর পরিচালক ‘অভিজিৎ সেন’ কে ফোন করা হলে তিনিও ফোন ধরেননি।

প্রসঙ্গত প্রতিবারের মতো এইবারও ‘ডান্স বাংলা ডান্সে’ র ‘মহাগুরু’ হিসেবে দেখা যাবে ‘মিঠুন চক্রবর্তীকে’। তবে অতীতে যেমন মিঠুন চক্রবর্তীর ও ‘দেব’ কে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা গিয়েছিল এইবারে সেই আশায় খানিক জল। জানা গেছে আজ মঙ্গলবার অর্থাৎ ‘২৫ শে ফেব্রুয়ারি’ থেকেই নাকি শুরু হয়ে গিয়েছে এই শো এর শুটিং ‘মার্চ থেকে সম্প্রচারিত হবে প্রতি শনি ও রবিবার’।

Piya Chanda