জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিচ্ছেদের যুগে দাঁড়িয়ে হাতে হাত রেখে পার করলেন ২৭ বছর! বিবাহ বার্ষিকী পালন করলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

সমস্ত সম্পর্কের মধ্যে বিয়ে হলে অন্যতম পবিত্র বন্ধন। এই বন্ধনে থাকে নারী-পুরুষের দুই আত্মার মিলন, যা হয় জন্ম জন্মান্তরের। বলাই বাহুল্য, আজকালকার দিনে বিচ্ছেদের যুগে দীর্ঘ বছর ধরে একটি মানুষের সঙ্গে হাসি-কান্নায় সংসার করা মুখের কথা নয়, সবটাই নির্ভর করে নিজস্ব মানসিকতার ওপর।

কিন্তু, বর্তমানে এই ভাঙনের দুনিয়ায় এই ছাদের তলায় ভালোবাসায়-রাগে-অভিমানে কাটিয়ে দিলেন ২৭টা বছর, আজও এমন উদাহরণ রয়েছে সমাজের বুকে। দীর্ঘমেয়াদী সম্পর্কের দম্পতি হলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও ভাস্কর রায়। প্রসঙ্গত বলা যায়, তারকাদের মধ্যে আকচার সম্পর্কের মধ্যে ভাঙা-গড়ার খেলা লেগেই থাকে। আর তারই মধ্যে ইন্দ্রানী দেবীর এতো বৈবাহিক জীবনকে সাধুবাদ জানানো যেতেই পারে।

অভিনেত্রীর বিনোদন জগতে প্রথম থেকেই সাফল্যের হাসি মুখে থাকলেও ব্যক্তিগত জীবনে বহু ঝড়-ঝাপটার মধ্য দিয়ে দেখেছে সুখের মুখ। প্রাথমিক জীবনে অভিনেত্রী ১৯৯৩ সালে বাংলার প্রযোজক অমরেন্দ্র ঘোষকে বিয়ে করেন। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্ক সুখের না হওয়ায় কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে।

পরবর্তীকালে ইন্দ্রানী আবার বিয়ে করেন ভাস্কর রায়কে। যিনি পেশায় একজন বিমান চালক। আর এই মানুষটার সঙ্গে দেখতে দেখতেই পেরিয়ে ফেললো জীবনের ২৭টা বছর। অভিনেত্রী বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনটির কিছু ফটো আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। খুব স্বাভাবিকভাবেই, নেটিজেনসহ অনেক অনুরাগীরাই তাঁকে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। এই তারকা জুটিকে দেখে অনেকেই মনে করেন, আজকের দিনে একেই বলে প্রকৃত ভালোবাসা।

Piya Chanda

                 

You cannot copy content of this page