জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কপাল পুড়লো জি বাংলার জনপ্রিয় বাংলা ধারাবাহিকের! ৬ মাসের মাথাতেই বন্ধ হচ্ছে ধারাবাহিক?

অবশেষে, গা ঘেঁষে কেটে গেল বিপদ। এই বছরের শুরুতেই বেশ কয়েকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার গুঞ্জন চলছিল স্টুডিও পাড়ায়। কিন্তু, কোন বিপদ ছিল মাথার ওপর? চলুন জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই, জি বাংলায় (Zee Bangla) আসতে চলেছে নতুন দুটি সিরিয়াল।

‘দুগ্গামণি ও বাঘমামা’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রথম প্রমো আসা মাত্রই দর্শকদের উৎসাহ বেড়ে যায়। এমনকি, এর সঙ্গে সঙ্গে দর্শকদের মনে এও প্রশ্ন চলতে থাকে যে কোন সিরিয়ালে যবনিকা পড়তে চলেছে। প্রসঙ্গত বলা যায়, মাস খানেক আগে থেকেই শোনা যাচ্ছে শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। এমনকি, এই সিরিয়ালের শুটিং পর্যন্তও প্রায় শেষ হয়ে গিয়েছে।

কিন্তু, অন্যদিকে আবার দিন কয়েক আগে জিতু-দিতিপ্রিয়ার ‘চিরদিনই তুমি যে আমার’-এর তারিখ এবং সময় প্রকাশ্যে চলে আসা মাত্রই হয়ে উঠেছে অনেক সিরিয়াল প্রেমীদের মুখ ভার। সেখানে দেখা যাচ্ছে আগামী ১০ই মার্চ থেকে ৬:৩০টার সময় আসতে চলেছে এই সিরিয়াল।

তাহলে কী আচমকাই শেষ হয়ে যাচ্ছে সকলের প্রিয় ‘আনন্দী’। জি বাংলা যে সব ধারাবাহিক অল্প দিনের মধ্যে দর্শকদের মন জয় করেছে তার মধ্যে অন্যতম এই ধারাবাহিক। অন্যদিকে আবার এই সিরিয়ালের টিআরপি সর্বদাই কম থাকার জন্য দর্শকদের মনে আশঙ্কা থাকত যেকোনো দিন শেষ হতে পারে ডাক্তার-নার্সের গল্প।

তবে, সূত্রে খবর আদিদেব-আনন্দীর গল্পে চ্যানেল ইতি টানছে না এখনই। এই গল্প এখনই শেষ না হলেও পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের সময়। সম্ভবত, ১০ই মার্চ থেকে আনন্দী সম্প্রচার হবে সন্ধ্যে ৬টায়। এই শুনে কিছুটা স্বস্তির নিঃস্বাস ফেললেন ধারাবাহিকের অনুরাগীরা।

Piya Chanda