সিরিয়াল প্রেমীদের কাছে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য। প্রতি সপ্তাহেই সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় সিরিয়ালের পজিশন জানার জন্য। এই নিয়ে উত্তেজনা সমাজ মাধ্যমে নেহাত কম নয়। বিগত কয়েক সপ্তাহে টিআরপি লিস্টে আমূল পরিবর্তন চোখে পড়ছে। তার ব্যতিক্রম এই সপ্তাহেও হলো না।
সমস্ত সিরিয়ালের টিআরপির ওঠা পড়া অতিক্রম করে এই সপ্তাহে টপার হওয়ার দাবিদারের নাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ তা আগেই জানা যাচ্ছিল। জি বাংলায় প্রাইম টাইমে টেলিকাস্ট হয় এই সিরিয়ালটি। একদিকে আটটার সময় জি-বাংলায় ‘পরিণীতা’ অন্যদিকে স্টার জলসায় ‘উড়ান’। এই সপ্তাহে মানুষ কোনটিকে টপার হিসেবে বেছে নিল? আদেও কি পরিণীতা টপ করলো নাকি উড়ান উড়ে গিয়ে বসল টিআরপি লিস্টের প্রথমে?
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টের শীর্ষে রয়েছে পরিণীতা এটি বলাই বাহুল্য এই সপ্তাহ এর ব্যতিক্রম হলো না। এই সপ্তাহেও পরিণীতা সকল সিরিয়ালকে পরাজিত করে ৮ পয়েন্ট নিয়ে টিআরপি লিস্টের শীর্ষেই থাকলো। তবে এইবার জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী দুর্দান্ত পারফর্মেন্স করে উঠে আসলো টিআরপি তালিকা দ্বিতীয় স্থানে। চলতি সপ্তাহে টিআরপি রেটিং লিস্ট অনুযায়ী জগদ্ধাত্রী সর্বোচ্চ ৭.৫ রেটিং নিয়ে এগিয়ে থাকলো।
আরও পড়ুনঃ কপাল পুড়লো জি বাংলার জনপ্রিয় বাংলা ধারাবাহিকের! ৬ মাসের মাথাতেই বন্ধ হচ্ছে ধারাবাহিক?
একদিকে পরিণীতার ‘মহাকুম্ভে মহামিলনে’র প্লট এবং অন্যদিকে দুর্গার জগদ্ধাত্রী হয়ে ফিরে আসা। এই দুইয়ের ঝরে টিকলো না কোন সিরিয়াল। পারুল ও রায়ানের কেমিস্ট্রি মানুষ কতদিন এইভাবে পছন্দ করে এবং দেখার বিষয় পরিণীতা এই পজিশন কতদিন ধরে রাখতে পারে। তবে টিআরপি লিস্টের টপ ফাইভ ধারাবাহিক গুলি কি কি এইবার দেখে নেওয়া যাক।
BT •• পরিণীতা 8.0
2nd •• জগদ্ধাত্রী 7.5
3rd •• ফুলকি 7.3
4th •• গীতা LLB, কোন গোপনে 6.6
5th •• রাঙামতি 6.5
চলতি সপ্তাহে এই সিরিয়ালগুলি অপরাজিত পাঁচের মধ্যে থাকলো।