Bangla Serial

হাঁপানির সমস্যা তবু ফুলকি দুই হাতে তুলেছে দুটো গ্যাস সিলিন্ডার! ‘শুরু থেকেই গাঁ’জার চাষ শুরু?’ কাণ্ড দেখে হোহো করে হাসছে দর্শক

বর্তমানে ধারাবাহিকগুলো টিকে রয়েছে টিআরপির উপর। যার টিআরপি যত বেশি, সেই ধারাবাহিক তত বেশিদিন স্থায়ী থাকে। আর টিআরপিতে তলানিতে গেলেই ইতির খাতায় নাম লেখাতে হয় সেই ধারাবাহিককে। বলাই যায়, বর্তমানে ধারাবাহিকগুলোর মধ্যে কম্পিটিশনটা খুব কঠিন হয়ে পড়েছে। ১২ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’। আর ঠিক সেদিন থেকেই জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’।

বলাই যায়, দুটোর মধ্যে কম্পিটিশনটা খুব কঠিন হবে। একদিক থেকে ‘সন্ধ্যাতারা’র হাতে রয়েছে স্টারের টিআরপি, অন্যদিকে ‘ফুলকি’র হাতে রয়েছে জি এর টিআরপি। দুটোর উপরই নির্ভর করছে কে কাকে টপে রাখবে। আর তাই ‘ফুলকি’র প্রথম পর্বেই ফাটাফাটি পর্ব দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। তবে সেই ট্যুইস্ট আনতে গিয়েই প্রথমদিনেই ট্রোলের মুখে পড়ল ‘ফুলকি’।

যদিও ফুলকির প্রথম পর্বও হয়েছে দুর্দান্ত। প্রথম পর্বেই রয়েছে বেশ কয়েকটি সাসপেন্স। রোহিতের স্ত্রীর কে? রোহিতের অতীত কি? ফুলকি কি রোহিতের স্ত্রী!? নাকি অন্য কেও? সাসপেন্স রয়েছে অনেকটাই। অন্যদিকে প্রতিটি তারকার অভিনয় দর্শকদের লেগেছে ফাটাফাটি। অভিষেক দার অভিনয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই, এককথায় অনবদ্য। নেতাজি ফিরেছে এক আলাদাই রূপে।

নবাগতা দিভ্যানিকে দেখে মনে হচ্ছে না, এটা তার প্রথম মেগা। যেমন সুন্দর লিপসিং, তেমন সুন্দর এক্সপ্রেশন। সব মিলিয়ে সকলের অভিনয়ই ভালো লেগেছে দর্শকদের। ‘ফুলকি’র প্রোমো আগেই মন কেড়েছিল সকলের। দেখা যায়, একজন শান্ত, রাগী, অতীতের কিছু ঘটনায় মর্মাহত ছেলে, অপরদিকে চঞ্চল, খুশমেজাজী মেয়ে। দুই ভিন্ন মনের মানুষের প্রথম সাক্ষাৎ। আর সেই সাক্ষাত হয়েছে নদীর ধারের এক সুন্দর পরিবেশে। যেরকম পরিবেশ ঠিক সেরকম প্লট, দুটি মন ছুঁয়েছে দর্শকদের।

গল্পের নায়িকার গায়ে রয়েছে অনেক শক্তি, বক্সিং-এ টক্কর দেয় ছেলেদের। যদিও নায়িকার রয়েছে হাঁপানির সমস্যা তবুও দু হাতে দুটো ভর্তি গ্যাস সিলেন্ডার বয়ে নিয়ে যেতে পারে ফুলকি। যেটা করতে বলিষ্ঠমান পুরুষের হাল খারাপ হয়ে যায়, তাই করে দেখায় ফুলকি। আর এই অতি রঞ্জিত কান্ড দেখে প্রথম পর্বেই ট্রোলের মুখে পড়ল ফুলকি। ‘শুরু থেকেই গাঁ’জার চাষ শুরু করে দিলেন?’ বলছেন দর্শক।

Ratna Adhikary