সমুদ্রের ধারে ভাঁটার সময় বালির উপর খোলা হাওয়ায় ছুটে চলা, কখনও কখনও এমন কিছু মুহূর্ত থাকে যা কোনও পরিকল্পনা ছাড়াই মানুষের মনে রয়ে যায়। সম্প্রতি ঠিক তেমনই এক ছোট্ট ভিডিও সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। চোখে সানগ্লাস আর মুখে নির্ভার হাসি নিয়ে ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) এবং ‘অভিষেক বীর শর্মা’কে (Abhishek Veer Sharma) দেখা গেল সমুদ্রতটে একে অপরের হাত ধরে দৌড়াতে আর নাচতে। ভিডিওটি খুব সাধারণ, কিন্তু তাতেই যেন লুকিয়ে আছে আলাদা একটা উষ্ণতা।
ক্যাপশনে আরাত্রিকার লেখা, “তোর হাতের, আখরে, টালমাটাল কেন আজকাল?” এই একটি লাইনের মধ্যেই অনেক কিছু খুঁজে নিচ্ছেন ভক্তরা! ভিডিও ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘ওরা তো দেখছি সত্যিই প্রেমে পড়ে যাচ্ছে!’ আবার কেউ খোলাখুলি বলছেন, ‘পর্দার বাইরেও এই জুটিকে দেখতে চাই। তোমাদের একসঙ্গে খুব ভালো লাগে, তোমরা বিয়ে করে নাও না!’ এছাড়াও অসংখ্য মানুষ নতুন সম্পর্কের ইঙ্গিত ধরে নিয়ে, শুভকামনায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
অতিরিক্ত নাটক না করেও যে দু’জন মানুষের উপস্থিতি এতটা ভালো লাগা তৈরি করতে পারে, সেটাই হয়তো এই জুটির আসল শক্তি। এখানে কোনও সংলাপ নেই, নেই অভিনয়ের চাপ, শুধু দু’জন মানুষের স্বাভাবিক মুহূর্ত যা দেখেই দর্শক আপন করে নিয়েছেন। প্রসঙ্গত, এই ভিডিওটি আসলে কয়েকদিন আগের, যখন আরাত্রিকার জন্মদিন উপলক্ষে ধারাবাহিকের টিম একসঙ্গে মন্দারমনি গিয়েছিল। সেই সফরের ফাঁকেই ধরা পড়েছে এই দৃশ্য।
তাই এর পিছনে আলাদা কোনও পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও, নিশ্চিতভাবে বলা যায় যে এই মুহূর্তটা সাজানো কম, অনুভূতিপ্রবণ বেশি! আরাত্রিকার চুড়িদার আর অভিষেকের সাধারণ প্যান্ট-টিশার্টের মধ্যেও যেন কোনও আড়ম্বর নেই বরং একটা বন্ধুত্বের স্বস্তি চোখে পড়ে। উল্লেখ্য, ‘জোয়ার ভাঁটা’র উজি আর ঋষির সম্পর্ক যেখানে জটিলতা আর ভুল বোঝাবুঝিতে ভরা, বাস্তবে দুই শিল্পীর সমীকরণ ঠিক তার উল্টো। অফস্ক্রিনে তাদের স্বাভাবিক বোঝাপড়া আগেও নজরে এসেছে।
আরও পড়ুনঃ প্রতারণার ক্ষত থেকে প্রতিশোধের আ’গুন, আসানসোলে ম’র্মান্তিক পরি’ণতি উজির! বাবার হ’ত্যার বদলা নিতে গিয়ে নিজের বোনকেই মৃ’ত্যুর মুখে ঠেলে দিল নিশা? ভিত পুজোর দিনেই বদলে যাবে ‘জোয়ার ভাঁটা’র গল্প!
সম্ভবত সেই কারণেই এই ভিডিও এতটা বিশ্বাসযোগ্য লেগেছে দর্শকদের কাছে। মানুষ বুঝে যায়, কোনটা কৃত্রিম আর কোনটা সত্যিকারের স্বাচ্ছন্দ্য থেকে আসছে। যদিও এত আলোচনা সত্ত্বেও আরাত্রিকা বা অভিষেক কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবু ভক্তদের উচ্ছ্বাস কমেনি। হয়তো এই মুহূর্তে সেটুকুই যথেষ্ট। কোনও ব্যাখ্যা বা ঘোষণার চেয়ে, সমুদ্রের ধারে হাত ধরে ছুটে চলা এই ছোট্ট ভিডিওটাই আপাতত উজি-ঋষির বাইরের গল্পকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।
