জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিটেছে চিরদিনই তুমি যে আমারের জট! কাজ ছেড়েছেন দিতিপ্রিয়া!তবুও সোশ্যাল মিডিয়ায় বন্ধ হচ্ছেনা অভিনেতার দার্শনিক পোস্ট! জিতুর অতি রিক্ত ভাবনা ঘিরে প্রশ্ন নেটপাড়ার

প্রায় এক মাস ধরে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে ঘিরে নানা জটিলতা চলছিল। গল্পের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনই অভিনেতা অভিনেত্রীর সম্পর্ক নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সময়ের সঙ্গে সেই সব সমস্যার অবসান হয়েছে। নতুন নায়িকাকে নিয়ে ধারাবাহিক এখন ফের নিজের ছন্দে ফিরেছে এবং গল্প এগিয়ে চলেছে স্বাভাবিক গতিতে।

এই পরিস্থিতিতেই হঠাৎ মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করে অনুরাগীদের ভাবনায় ফেলে দেন জিতু কামাল। অভিনেতা লেখেন, অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্য নেওয়া, না অতিরিক্ত ভালোবাসা কিংবা সম্মান। তাঁর মতে, অতি রিক্ত মানেই খালি করে দেওয়া। যদিও জিতুর দাবি, এটি শুধুই তাঁর ব্যক্তিগত উপলব্ধি, কোনও নির্দিষ্ট ঘটনার সঙ্গে এর যোগ নেই।

তবে অভিনেতার এই ব্যাখ্যায় পুরোপুরি আশ্বস্ত নন তাঁর ভক্তরা। অনেকেই মনে করছেন, ধারাবাহিকের সাম্প্রতিক জটিলতার রেশ থেকেই এমন ভাবনার জন্ম। মন্তব্যের ঘরে কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ আবার জানতে চেয়েছেন সব কিছু ঠিক আছে কি না। আবার অনেকে এই দর্শনের সঙ্গে সহমত জানিয়ে বলেছেন, জীবনে পরিমিতিই সবচেয়ে জরুরি।

উল্লেখ্য, এই ধারাবাহিকেই অপর্ণা চরিত্রে প্রথমে ছিলেন দিতিপ্রিয়া রায়। অসুস্থতার কারণে তিনি সরে যাওয়ার পর সেই জায়গায় আসেন শিরিন পাল। বর্তমানে জিতু ও শিরিনের জুটিকে দর্শক বেশ আপন করে নিয়েছেন। গল্পে আর্য ও অপর্ণার বিয়ের পর্ব চলছে, যদিও প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর উপস্থিতি নতুন উত্তেজনা তৈরি করেছে।

অন্যদিকে ছোটপর্দার বাইরে জিতু কামালকে শীঘ্রই দেখা যাবে বড়পর্দায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে এরাও মানুষ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলেও এখন তিনি সুস্থ। সব মিলিয়ে কাজের দিক থেকে ব্যস্ত সময়ের মধ্যেই জিতুর সেই অতি রিক্ত ভাবনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page