বাংলা টেলিভিশনের পরিচিত মুখ থেকে বড় পর্দা—এই সফরটা খুব কম অভিনেত্রীর ক্ষেত্রেই এত স্বাভাবিকভাবে এসেছে। সেই তালিকায় প্রথম দিকেই নাম আসে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী অল্প সময়েই বাংলার দর্শকের মনে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন। হাসি, সহজ অভিব্যক্তি আর সাবলীল অভিনয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের ঘরের মেয়ে।
টেলিভিশনের সাফল্যের পরেই সৌমিতৃষার যাত্রা থেমে থাকেনি ছোট পর্দায়। বড় পর্দায় দেবের সঙ্গে ‘প্রধান’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজেও সমানভাবে সক্রিয় সৌমিতৃষা। ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। চরিত্রের গভীরতা ও আবেগ ফুটিয়ে তুলতে তিনি যে কতটা মনোযোগী, তা বারবার প্রমাণ করেছেন।
তবে দর্শক এটাও ভুলে যাননি, কিছুদিন আগেই শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন অভিনেত্রী। সেই সময় তাঁর স্বাস্থ্যের খবর নিয়ে চিন্তিত ছিলেন অনুরাগীরা। কিন্তু অসুস্থতাকে পিছনে ফেলে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন সৌমিতৃষা। শুরু করেছেন ‘কালরাত্রি ২’-এর শুটিং। এই জায়গাতেই স্পষ্ট হয়ে ওঠে অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ আর পেশাদার মনোভাব।
এরই মধ্যে সম্প্রতি নতুন এক লুকে ধরা দিলেন সৌমিতৃষা। এই লুকেই আপাতত নজর কেড়েছেন অভিনেত্রী। হলুদ রঙের একটি শর্ট কুর্তি, তার সঙ্গে লাল রঙের লং স্কার্ট—রঙের এই কনট্রাস্টে একেবারে আলাদা করে ধরা দিয়েছে তাঁকে। সঙ্গে দু’পাশে দু’টি বেনুনি, যা তাঁর লুককে আরও গ্রামবাংলার আবহে সাজিয়ে তুলেছে।
আরও পড়ুনঃ মিটেছে চিরদিনই তুমি যে আমারের জট! কাজ ছেড়েছেন দিতিপ্রিয়া! তবুও সোশ্যাল মিডিয়ায় বন্ধ হচ্ছেনা অভিনেতার দার্শনিক পোস্ট! জিতুর অতি রিক্ত ভাবনা ঘিরে প্রশ্ন নেটপাড়ার
এই নতুন লুকে সৌমিতৃষাকে ঠিক কোন প্রজেক্টে বা কোন গল্পের প্রয়োজনে দেখা যাবে, তা এখনো স্পষ্ট নয়। শুটিং নাকি শুধুই ফটোশুট—সেই রহস্যও আপাতত অজানাই। তবে এটুকু নিশ্চিত, নেটপাড়ায় ইতিমধ্যেই তাঁর এই লুক ঘিরে সরলগোল পড়ে গেছে। হলুদ কুর্তি, লাল স্কার্ট আর বেণুনির সাজে সৌমিতৃষাকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বলছেন একেবারে অন্যরকম, কেউ আবার বলছেন তাঁর এই সহজ, দেশি লুকেই সবচেয়ে বেশি মানায়। কাজের ব্যস্ততার মাঝেও নতুন লুকে দর্শকের মন জয় করতে যে তিনি জানেন, তা আবারও প্রমাণ করলেন সৌমিতৃষা।
