Bangla Serial

ফের শুরু হয়েছে মিঠাই! আপনার মতে জনপ্রিয়তার কারণ কি সিড-মিঠাই জুটি নাকি ফ্যামিলি বন্ডিং?

গুনে গুনে মাত্র পাঁচ মাস। ৯ই জুন শেষ হয়েছিল মিঠাই ধারাবাহিকের সম্প্রচার। ফের পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ফের ফিরবে দর্শকদের দরবারে। সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতেন সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়।

রিপিট টেলিকাস্ট হবে মিঠাই আর উচ্ছেবাবুর গল্প। কবে কখন দেখা যাবে? ইতিমধ্যেই, ১৩ই নভেম্বর থেকে শুরু হয়েছে ধারাবাহিকের সম্প্রচার। দুপুর ১২.৩০টা থেকে ১.৩০-র স্লটে চলছে সিরিয়ালের পুনঃসম্প্রচার। ১ ঘন্টায় সম্প্রচার চলছে দুটি পর্বের।

আর পুনঃসম্প্রচার হলেও একই ভাবে জনপ্রিয় এই ধারাবাহিক। সালটা ২০২১। জি বাংলার পর্দায় শুরু হয়েছিল মোদক পরিবারের কাহিনী। মিষ্টির কারিগর মিঠাইয়ের প্রেমে পড়েছিল সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবু। দু বছরের বেশি ধরে বাঙালির ড্রয়িং রুমে রাজত্ব করেছে এই ধারাবাহিক। দিনের পর দিন টিআরপি তালিকায় থেকেছে শীর্ষে। তবে চলতি বছরের জুন মাসে মিঠাই। ১১ জুন সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়ালের শেষ সম্প্রচার।

ধারাবাহিক শেষের দুদিন আগে স্টুডিও চত্বর ছিল দেখার মতো। সিরিয়ালের নায়ক আদরি এবং নায়িকার সৌমিত্রিকা কুন্ডুকে ফেয়ারওয়েল দিতে হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। ভক্তদের সঙ্গে হাসিমুখে কথা বলেছিলেন দুজনেই। তুলেছেন সেলফিও। অনুরাগী দেড় গিটার বাজিয়ে গান গেয়েও শুনিয়েছিলেন আদৃত।

বলাবাহুল্য মিঠাই ও উচ্ছেবাবুর জুটি বিরাজ করে দর্শকদের মনের মনিকোঠায়। তাই এই জুটিকে আবারও পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। অনস্ক্রিন আদৃত সৌমিতৃষার রসায়ন দেখতে তাই অপেক্ষা করে আছে ভক্ত মহল। এর মধ্যেই ফের ক্যামেরায় ধরা দিল এই জুটি।

আরও পড়ুনঃ মিঠাইকে নিয়ে মিল-অমিলের নতুন খেলা দিল জি বাংলা! দুটি ছবির অমিল খুঁজে পেলেন?

আপনার মতে মিঠাই ব্লকবাস্টার হওয়ার কারন কি? মিঠাই, সিদ্ধার্থ, ধারাবাহিকের গল্প, সিধাই জুটি নাকি সবার মেলবন্ধনে তৈরি ধারাবাহিকই মন জয় করেছে দর্শকদের।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র।