জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উর্মিকে পাল্টে দিয়ে টুকাই বাবুর সঙ্গে নতুন নায়িকা কে দিয়ে দেওয়া হল!’টুকাই বাবুকে অন্য কারোর সঙ্গে মানায় না’ রেগে লাল নেটিজেনরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো আমাদের এই পথ যদি না শেষ হয়। ধারাবাহিক আজকে এক বছর পূর্ণ করল।এই কথাটা শুনে অবাক হবেন না তার কারণ লকডাউন এরপর যখন নতুন করে আবার এপিসোড দেখানো শুরু হয়েছিল তখন আজকের দিন এই প্রথম সম্প্রচারিত হয় নতুন রূপে আমাদের এই পথ যদি না শেষ হয়। এসময় নতুন প্রোমোতে দেখানো হয়েছিল উর্মি আর টুকাই বাবুর বিয়ে হয়ে গেছে মন্দিরে গিয়ে।

এতদিন আমরা সাত্যকির সঙ্গে উর্মিকে দেখেই অভ্যস্ত।বস্তুত এটা ঋত্বিক মুখার্জির প্রথম ধারাবাহিকের কাজ এবং তাকে আমরা অন্য কারোর সঙ্গে এখনো পর্যন্ত দেখিনি তাই এই পথ যদি না শেষ হয় আর ভক্তরা তাকে উর্মি ছাড়া অন্য কারো সঙ্গে কল্পনা করতে পারে না।কিন্তু এবার টুকাই বাবুকে দেখা গেল উর্মিকে ফেলে অন্য একজন মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে। সেই দেখে হাঁ হাঁ করে উঠেছে উর্মির ভক্তরা।

তারা উর্মি ছাড়া অন্য কারোর সঙ্গে টুকাই বাবুকে মেনে নিতে পারবে না। আসলে হয়েছে কী? কোনো নতুন ধারাবাহিক আসছে নাকি গল্পে নতুন নায়িকার এন্ট্রি ঘটছে?

Satyaki

আসলে এসব কিছুই নয়। টুকাই বাবু অর্থাৎ ঋত্বিক মুখার্জি জীবনে প্রথম ফটোশুট করেছেন অন্য মডেলের সঙ্গে। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বাভাবিকভাবেই অভিনেতা হিসেবে অন্য নায়িকার সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন। কিন্তু এখন টুকাই বাবুকে উর্মি ছাড়া অন্য কারোর সঙ্গে মানুষ দেখতে রাজি নয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page