জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্য কিছু একটা পরিকল্পনার কথা অর্ককে জানায়। সেটা শুনে অর্ক খুব উত্তেজিত হয়ে পড়ে। এদিকে পরদিন সকালেই অপু তৈরি হচ্ছে নতুন কাজের ইন্টারভিউ দিতে যাবে বলে। আর্য আর অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অপুর বাড়ির উদ্দেশ্যে।
অপুকে তার মা আরও একবার ভেবে দেখতে বলে, কিন্তু অপু আগে থেকেই প্রস্তুত নতুন কাজের জন্য। বাবার আশীর্বাদ নিয়ে অপু বেরিয়ে পড়তেই, অপুর বাবাও দোকানের দিকে রওনা হন। এমন সময়ে অর্ক উপস্থিত হয় সেখানে। সতীনাথকে দেখে অর্ক অপুর খোঁজ করতে থাকে। অর্ক সতীনাথকে জানায়, অপুকে খুব দরকার নাহলে কোম্পানির ক্ষতি হয়ে যাবে।

এরপর এক ব্যক্তিকে এনে অর্ক বলে, উনি রাজনন্দিনী শাড়ির ডিলার। কোম্পানির নতুন প্রজেক্টে উনি অপর্ণাকে ছাড়া করবেন না। কথাটা শুনেই অপুর বাবার মনে হয়, যে রাজনন্দিনী শাড়ি তাদের এতদিন অন্ন-বস্ত্রের সংস্থান করে দিয়েছে, তার জন্যে অপু কিছু করছে ওকে আর সরিয়ে রাখা উচিৎ হবে না। সতীনাথ কথা দেয় অপুকে ফিরিয়ে আনবেন।
অন্যদিকে অপুর ইন্টারভিউ খুব ভালো হয়, তাকে সেদিনই নতুন কাজে জয়েন করতে বলা হয়। একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলা হয় অপুকে। অপু করতে যাবে, ঠিক তখনই আর্য আর সতীনাথ উপস্থিতি হয়। অপুকে আশ্বস্ত করে আবার সিংহ রায় গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ -এ ফিরিয়ে আনেন। অফিসে ফিরতেই অপুকে রাজনন্দিনী শাড়ির প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুনঃ দেব-মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার! বড়পর্দায় ফিরছে মিঠাই কন্যা ‘মিষ্টি’ ওরফে অনুমেঘা!
অপুর থেকে আর্য দূরত্ব বজায় রাখে সতীনাথের কথার সম্মান রক্ষা করতে। এদিকে কিঙ্কর অসন্তুষ্ট হয় অপুর ফিরে আসতে, আর আর্যকে সাবধান করে অপুকে নিয়ে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে বলে। এদিকে অপুর প্রেজেন্টেশন সবার পছন্দ হয়, কিন্তু অপু অর্যর মুখ থেকে প্রশংসা শুনে চায়। আর্যকে ফোন করে অপু দেখা করার ইচ্ছা প্রকাশ করতেই সে রাজি হয়ে যায়।