বাংলা বিনোদন জগতের শিশুশিল্পীদের মধ্যে অনেকেই নিজেদের প্রতিভায় দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ছোট ছোট চরিত্রেও তারা যেমন প্রাণ ঢেলে অভিনয় করে, তেমনই একনিষ্ঠভাবে চালিয়ে যাচ্ছে পড়াশোনাও। এমনই এক প্রতিভাবান খুদে অভিনেত্রীর নাম অনুমেঘা কাহালি। টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি প্রথম থেকেই নজর কেড়েছে। দর্শক তাকে চেনে ‘মিষ্টি’ নামে— হ্যাঁ, মিঠাই ধারাবাহিকের মিঠাই-মোদের মেয়ে হিসাবেই সে আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।
ছোটপর্দায় সাফল্যের পর অনুমেঘা পা রাখে বড়পর্দায়। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ ছবিতে ‘মিনি’র চরিত্রে অভিনয় করে সে যেন আরও একধাপ এগিয়ে যায়। একটি মাত্র সিনেমা হলেও মিনি হিসেবে অনুমেঘার নিপুণ অভিনয় সকলের নজর কেড়েছিল। মিঠুনের মতো বর্ষীয়ান অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার ক্যারিয়ারের জন্য বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই।
এবার আবারও বড়পর্দায় ফিরছে এই খুদে অভিনেত্রী। সূত্র অনুযায়ী, জনপ্রিয় অভিনেতা দেব ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছে অনুমেঘা। ছবির নাম ‘প্রজাপতি ২’। প্রথম ‘প্রজাপতি’ ছবিটি যেমন বাবা-ছেলের গল্প নিয়ে দর্শকের মন জিতেছিল, এবার তারই দ্বিতীয় অধ্যায়ে আরও আবেগঘন, আরও রঙিন গল্প নিয়ে ফিরছে এই জুটি। আর সেই গল্পে থাকবে ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র— অনুমেঘার।
এই নতুন সিনেমায় অনুমেঘার চরিত্র ঠিক কেমন হবে, তা এখনও সম্পূর্ণ প্রকাশ্যে আসেনি। তবে সূত্র বলছে, ছবির আবেগের কেন্দ্রবিন্দুতে থাকবে তার চরিত্র। শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পে এক ভিন্ন স্বাদ আসবে বলেই ইঙ্গিত মিলেছে। পরিচালক, প্রযোজক সকলেই খুশি অনুমেঘার আগের কাজ দেখে। সে কারণেই তাকে আবারও বড়পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে।
আরও পড়ুনঃ “কে চেনে সুবানকে? ‘তিয়াসার প্রাক্তন’ ছাড়া ইন্ডাস্ট্রিতে ওর কোনও পরিচয় নেই!” “তিয়াসা নিজের যোগ্যতায় টিকে আছে!”— তিয়াসার প্রাক্তন সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বি’স্ফো’রক মন্তব্য বর্তমান প্রেমিক সোহেলের!
শুধু অভিনয়েই নয়, পড়াশোনাতেও সমান মনোযোগী এই খুদে শিল্পী। স্কুলে সে যেমন ভালো রেজাল্ট করে, তেমনই অভিনয়ে দেখায় পাকা হাত। তার বাবা-মা, শিক্ষকরা তাকে সবসময় উৎসাহ দেন। ফলে খুব অল্প বয়সেই বাংলার দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে অনুমেঘা। ‘মিষ্টি’ থেকে বড়পর্দার ‘স্টার’ হয়ে ওঠার এই যাত্রা নিঃসন্দেহে বহু খুদে প্রতিভার অনুপ্রেরণা হয়ে থাকল।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।