জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সুপারম্যান’ ইয়ালিনির গড়াগড়ি, ‘স্পাইডারম্যান’ ইউভানের স্টান্ট! রাজ-শুভশ্রীর বাড়ির ভাইরাল কাণ্ডে হেসে খুন নেটপাড়া!

সেলেব দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তাঁদের ছোট ছোট কাণ্ডকারখানা প্রায়ই মন কাড়ে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। কখনও পারিবারিক মুহূর্তে, কখনও ভাই-বোনের খুনসুটিতে কিংবা ছেলেমেয়েদের দুরন্তপনার ঝলকে হাসি থামে না নেটিজেনদের। আর সেই সব মুহূর্তের ভিডিও বা ছবি মাঝে মাঝেই ভাগ করে নেন ‘মাম্মা’ শুভশ্রী নিজেই।

সম্প্রতি ফের একবার ভাই-বোনের কাণ্ড দেখে খুশি হয়েছেন নেটবাসী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি মজার ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল। ভিডিয়োর শুরুতেই চোখে পড়ে ছোট্ট ইয়ালিনিকে। তার গায়ে রয়েছে একটি সুপারম্যানের পোশাক। আর মাটিতে শুয়ে সে একেবারে গড়াগড়ি খাচ্ছে মনের আনন্দে। এমন ভঙ্গিমায় সে পিছনের দিকে এগোচ্ছে, যেন ছোটরা খেলাচ্ছলে সুপারপাওয়ার দেখাচ্ছে। একনজরে দেখলে বোঝা যায়, খেলার ছলে সে যেন সুপারম্যান হয়ে উড়ে বেড়াতে চায়!

তবে এখানেই শেষ নয়। ভিডিওতে আরও দেখা যায় ইউভানকে—সে পরেছে স্পাইডারম্যানের পোশাক। শুধুমাত্র পোশাক নয়, তার স্টান্টও নজর কেড়েছে সকলের। বাড়ির সহকর্মীর সাহায্যে পা উপরে তুলে, হাতের উপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করছে সে। তার স্টান্ট দেখে বোঝাই যায়, ইতিমধ্যেই সুপারহিরোদের মতো অ্যাকশন করতে শিখে ফেলেছে রাজ-পুত্র।

মাত্র তিন বছরের বয়সের ব্যবধান ইউভান ও ইয়ালিনির মধ্যে, ফলে সারা বাড়ি জুড়ে তাঁদের দুষ্টুমি চলতেই থাকে। ক্যামেরার সামনেও তাঁরা একে অপরের সঙ্গে বেশ স্বচ্ছন্দ, আর সেই মুহূর্তগুলো তুলে ধরতেই ভালোবাসেন শুভশ্রী। সন্তানেরা বড় হচ্ছে এমন চেনা আনন্দের খণ্ডচিত্র গুলিকে ক্যামেরাবন্দি করে তিনি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

ভাই-বোনের এই মিষ্টি যুগলবন্দী দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া ভরপুর। অনেকে মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি, কেউ লিখেছেন, “এরা তো একেবারে আসল সুপারহিরো!” আবার কেউ বলছেন, “শুভশ্রী তোমার বাড়ির সুপারম্যান-স্পাইডারম্যানদের নিয়মিত আপডেট দিও!” এমন খুনসুটি ও হাসিমজা দিয়ে উপচে পড়ছে রাজ-শুভশ্রীর সংসার—যার রঙিন ছবি দেখে আপ্লুত অনুরাগীরাও।

Piya Chanda

                 

You cannot copy content of this page