জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের সিংহাসনে পরশুরাম, টিআরপি লড়াইয়ে গায়েব পরিণীতা! এই সপ্তাহে কে কাকে টপকে উঠল শীর্ষে?

বর্তমানে টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। দিনের শেষে পরিবারের সবাই একসঙ্গে বসে প্রিয় ধারাবাহিক দেখতে দেখতে যে আনন্দ পান, তা আর কিছুতেই মেলে না। নানা দায়িত্ব সামলে রাতের খাবারের সময় ছোটপর্দার চরিত্রদের সঙ্গে মিশে যান দর্শক। চরিত্রগুলোর ওঠাপড়া, সম্পর্কের টানাপোড়েন—সবকিছুতেই যেন মিশে থাকে দর্শকের আবেগ।

এই আবেগেরই প্রতিফলন ঘটে টিআরপি তালিকায়। কোন ধারাবাহিক বেশি জনপ্রিয়, কোনটি দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে, আর কোনটি ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে—এসব তথ্য উঠে আসে প্রতি সপ্তাহের টিআরপি তালিকায়। দর্শক কাদের বেশি ভালোবাসলেন, কোন গল্পের মোড় তাদের আকর্ষণ করল, তার পরিসংখ্যানই দেয় এই রিপোর্ট।

প্রতিটি সপ্তাহ যেন এক-একটি যুদ্ধের ময়দান। ধারাবাহিকগুলোর নির্মাতা, কলাকুশলী এবং চ্যানেলগুলোর মধ্যে চলে এক ধরনের নিঃশব্দ প্রতিযোগিতা। কে কাকে টপকে যাবে, কে হঠাৎ করে নামবে নিচে, আবার কে চমক দিয়ে উঠে আসবে ওপরে—এই উত্থান-পতনের খেলায় উত্তেজনা কম নয়। সোশ্যাল মিডিয়ায়ও চলে ট্রেন্ডিং, টিজার ও কনটেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে মরিয়া থাকেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের (১০ জুলাই, বৃহস্পতিবার) টিআরপি তালিকা বলছে, রাজা হয়ে ফিরেছে ‘পরশুরাম’। ৭.৫ পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক তালিকার শীর্ষে। খুব কাছাকাছি ফাইট দিয়ে দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’, যার টিআরপি ৭.৪। একধাপ নিচে ‘ফুলকি’, ৭.২ রেটিং নিয়ে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘গৃহপ্রবেশ’ (৬.৮), আর পঞ্চমে রয়েছে ‘চিরসখা’, যার স্কোর ৬.৬।

আরও পড়ুনঃ দেব-মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার! বড়পর্দায় ফিরছে মিঠাই কন্যা ‘মিষ্টি’ ওরফে অনুমেঘা!

এবার দেখে নেওয়া যাক আজকের (১০ জুলাই) টিআরপি তালিকা (Top 5 Fictions, Urban 15+, M+F):
১ম: পরশুরাম — ৭.৫
২য়: জগদ্ধাত্রী — ৭.৪
৩য়: ফুলকি — ৭.২
৪র্থ: গৃহপ্রবেশ — ৬.৮
৫ম: চিরসখা — ৬.৬

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page