জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপুর মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে রাজনন্দিনী! অপুকে দেখে কেঁপে উঠল রাজলক্ষ্মী! অপুকে আর আটকানো যাবে না, তারাসুন্দরীর ভবিষ্যৎবাণীতে স্টেজে বাজল পুনর্জন্মের শঙ্খনাদ! অপুকে মনের কথা জানালো আর্য!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রাজনন্দিনী শাড়ি পরে অপু স্টেজে উঠতেই রীতিমতো চমকে যান আর্যর মা। অপু তাঁর চেনা না হয়েও বহুদিনের চেনা লাগে। এদিকে অপুও রাজলক্ষ্মীকে দেখে অদ্ভুত আচরণ শুরু করে, চোখেমুখে তাঁর ভয়ের চাপ স্পষ্ট।

আর্য এবার সবাইকে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য ডাকে। অপর্ণার হাতে রাজলক্ষ্মীর হাত স্পর্শ করতেই, এক মুহুর্তে অনেক পুরনো স্মৃতি ফিরে আসে অপুর। চোখের সামনে বধূবরণের দৃশ্য দেখতে পায় সে। রাজলক্ষ্মীও মনে মনে ভাবে, প্রথমবার মন্দিরে দেখার পর থেকে অপুকে দেখলে মনে হয় তার জন্যই এতদিন অপেক্ষা করেছিলেন তিনি।

Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Tonni Laha Roy, Avrajit Chakraborty, Arka Jyoti Paul Chaudhury, Zee Bangla, Arya-Aparna, Bengali Serial, Chirodini Tumi Je Amar Today Episode, New Episode, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জিতু কামাল, তন্বী লাহা রায়, অভ্রজিৎ চক্রবর্তী, অর্কজ্যোতি পাল চৌধুরী, জি বাংলা, আর্য-অপু, বাংলা সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব, নতুন পর্ব

হঠাৎ সেই রুদ্র মাতঙ্গী সাধিকা অপুর মায়ের কাছে উপস্থিত হয়ে ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, উপর এবার যাবার সময় এসে গেছে। অপুকে কেউ আটকাতে পারবে না, ডাক পরলে যেতেই হবে। অপুর মা এই কথায় কোনও বিপর্যয়ের আশঙ্কা করতে থাকেন, কান্নায় ভেঙে পড়েন তিনি। অপুকে একবার দেখার জন্য অনুষ্ঠানে ছুটে যান সতীনাথকে নিয়ে।

আর্য কোম্পানির নতুন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে অপুকে প্রমোশন দেন। আচমকা এতোবড় সম্মান পেয়ে অপু কিছুটা স্তম্ভিত হয়ে যায়। সেই মুহূর্তে উৎসাহে চিৎকার করে ওঠে অপুর মা, আর্য এরপর তাদেরও স্টেজে ডেকে নেয়। অপুকে বলার জন্য অনুরোধ করে আর্য, অপু তারপর যে সব কথা বলে, রাজলক্ষ্মী আরও ভীত হয়ে যান তাতে।

তিনি ভাবেন এই কথা তার অনেক চেনা, অতীতেও একজন এই কথাগুলোই বলতো, অপুর মধ্যেও হুবহু সেই মানুষটার সমস্ত গুণ বর্তমান। অপুর মা-বাবার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে অর্কর স্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে, অপুকে কোণঠাসা করার পন্থা খুঁজতে থাকে। অপুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আর্য জানায়, সে তার মনের কথা এবার সবার সামনে তাঁকে জানাবে।

Piya Chanda