জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সতীনাথের জেদের সামনে নীরব আর্য, ভেঙে চুরমার অপর্ণার স্বপ্ন! কোনওভাবেই আর্য-অপুর সম্পর্ক মানতে নারাজ তিনি, আর্যর কাছে অপর্ণাকে ভিক্ষা চাইলেন হাতে-পায়ে ধরে! আর্য কি তাহলে এবার সরে দাঁড়াবে অপর্ণার জীবন থেকে?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণা কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। রুম্পা অনেক করে বোঝাচ্ছে তবুও সে একা থাকতে চাইছে। মনে মনে অপর্ণা ভাবছে আর্য কখন আসবে তাঁকে নিয়ে যেতে। এদিকে অপর্ণার বাবা বেশ চিন্তায় পড়েছেন যে, আর্য এসে অপর্ণাকে চাইলে কী বলবেন তিনি! তবুও নিজের প্রস্তুত করতে থাকেন তিনি।

অপুর মা যাতে এই বিষয়ে কিছু না জানেন, তাই জোর করে রুম্পাদের বাড়ি পাঠিয়ে দেন তিনি। অপুর মায়ের সন্দেহ হয়, কিন্তু বরের কথা ফেলতে পারেন না তিনি। অপর্ণার বাবা অপেক্ষা করতে থাকেন, অবশেষে আর্য এসে উপস্থিত হয়। আর্য কিছু বলার আগেই তিনি অনুরোধ করেন, এতদিন আর্য তাদের অনেক কিছু দিয়েছেন। এবার যদি তিনি কিছু চান, তাহলে কি আর্য দেবে?

এরপর অপর্ণার বাবা মেয়েকে ভিক্ষা চায় আর্যর কাছে, হাতে-পায়ে পর্যন্ত ধরে আর্যর! আর্য অনেক করে বোঝানোর চেষ্টা করে যে অপর্ণার এই সে এক অপরকে ভালোবাসে। তারা একসঙ্গে অনেক সুখী হবে, কিন্তু অপর্ণার বাবা কোনও কিছু শুনতেই নারাজ। তিনি জানিয়ে দেন অপনা শুধুমাত্র মোহতে পড়েছে, এটাকে ভালোবাসা বলে না। আর্যকে বাবা হিসেবে ভেবে দেখতে বলেন তিনি।

কি করে একজন বাবার বয়সী মানুষের সঙ্গে প্রেম সে মেনে নিত, জানতে চায় সতীনাথ। আর্যকে তিনি স্পষ্ট করে বলে দেন, হিন্দোল অপুর সম বয়সী আর ওর সঙ্গে বিয়ে হলেও অপু সুখী হবে, তাই আর্য যেন অপুর জীবন থেকে চলে যায়। এই সব কথপোকথন অপু শুনে ফেলে। আর্যকে আটকানোর অনেক চেষ্টা করলেও সে একটা উত্তর না দিয়ে গাড়ীতে উঠে সোজা চলে যায়। অপর্ণাও গাড়ির পেছনে ছুটতে শুরু করে।

কিছুদিন গিয়ে সে পড়ে যায়, এমন সময় কিঙ্কর এসে অপর্ণাকে সতর্ক করে আর্যকে ভুলে যেতে। আরও কিছু বলার আগেই আর্য গাড়ি নিয়ে ফিরে আসে। কিঙ্করকে চলে যেতে বলে আর্য। তারপর অপুকে বোঝাতে থাকে যে তাঁর বাবার কথাই ঠিক যে, বাবার বয়সী মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করা যায় না। অপর্ণা কিছুতেই মানতে নারাজ আর্যর কথা। এরপর আর্য ফিরে গিয়ে কিঙ্করকে অপর্ণার হবু স্বামীর সমস্ত খোঁজ-খবর করতে বলে, কিন্তু কিঙ্কর জানিয়ে দেয় যে সে পারবে না।

Piya Chanda