জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কালীপুজোর শুভক্ষণে কালো ছায়া! ছদ্মবেশী মায়ের হাতে অপহৃত অপর্ণা, মুখোশ খুলতেই শিউরে উঠল সে! মাধবপুরে অদ্ভুত কাণ্ডে স্তম্ভিত আর্য! অপর্ণার মায়ের ছদ্মবেশে কে লুকিয়ে আছে?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, কালী পুজোর দিন অপর্ণার বাড়িতে পুজো চলছে। তখন রাজলক্ষ্মী এসে উপস্থিত হয় সেখানে, অপর্ণার মা ভাবেন হয়তো আর্যদের কোনও খোঁজ পাওয়া গেছে। কিন্তু তিনি জানান এখনও কোনও খবর পাওয়া যায়নি।

হঠাৎ মা কালীর পা থেকে ফুল পড়তেই অপর্ণার মা আশীর্বাদ বলে ধরে নেন। ঠিক তারপরেই কিঙ্কর এসে খবর দেয় আর্য আর অপর্ণাকে খুঁজে পাওয়া গেছে, ওরা মাধবপুরে আছে। তড়িঘড়ি করে রাজলক্ষ্মী সিদ্ধান্ত নেয়, সবাই মিলে ওদের বাড়ি ফিরিয়ে আনবে। ওদিকে মাধবপুরে কালী পুজো উদযাপনে ব্যস্ত আর্য-অপর্ণা।

গ্রামের একটি বাচ্চার জন্য আর্য বাজি আনতে যায়, সেই ফাঁকে অপর্ণার মা এসে অপর্ণাকে জোর করে বাড়ি নিয়ে যায়। অপর্ণা আর্যকে না বলে কোথাও যাবে না বলেই, তার মা দিব্যি দেন ম’রা মুখের। একটা গাড়িতে অপর্ণাকে তোলেন তিনি, কিন্তু কোনও চালক নেই! অপর্ণা দেখে তার মা গাড়ি চালাচ্ছেন, যিনি জানেন না গাড়ি চালাতে!

অপর্ণার সন্দেহ হয় যে এটা মা নয়। গাড়ি থামানো বন্ধ করতে গেলে, অপর্ণাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়। ওদিকে আর্য ফিরে এসে অপর্ণাকে খুঁজতে থাকলে, গ্রামবাসীরা জানান যে অপর্ণার মা এসে তাকে নিয়ে গেছে। আর্যর সন্দেহ হয়, কিন্তু এবার বিশ্বাসও করিয়ে চায়। কিছুক্ষণ পরে রাজলক্ষ্মীরাও এসে পৌঁছায় সেখানে।

তারাও অপর্ণার খোঁজ করেন, আর্য জানায় অপর্ণার মা এসে নিয়ে গেছে। কিন্তু অপর্ণার জানান তিনি কখনওই আসেননি। আর্য কিছুই বুঝতে পারে না কি হচ্ছে আর অপর্ণার মাও ভেঙে পড়েন এই সবকিছুতে। এদিকে অপর্ণা সেই ছদ্মবেশী মায়ের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে তার মুখোশ খুলে হাতে চলে আসে। কিঙ্কর আর্য মিলে হন্যে হয়ে খুঁজতে শুরু করে অপর্ণাকে। কিন্তু এই ছদ্মবেশী আসলে কে? কী তার উদ্দেশ্য?

Piya Chanda