জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-য় একের পর এক চমক যেন থামছেই না! ভালোবাসা, অভিমান, সম্মান আর প্রতিশোধের টানাপোড়েনে আবারও উত্তাল বসু পরিবার। শিরীন আর রায়ানের অবাঞ্ছিত সম্পর্ক পরিণতি পেতে চলেছে এক বিতর্কিত সিদ্ধান্তে—‘লিভ-ইন’ (Live-in)। এই সম্পর্ক যে কেবল ভিত্তিহীন ও প্রতিশোধের জন্য গড়ে তোলা সম্পর্ক তা জানতে বাকি নেই কারোর, তাই এবার চ্যালেঞ্জ জানালেন পারুল! যার অস্ত্র—ভালবাসা নয়, চ্যালা কাঠ!
সম্প্রতি প্রকাশিত আজকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, শিরীনের হাত ধরে ব্যাগ গুছিয়ে বসু বাড়ি ছাড়তে চলেছে রায়ান। পরিবারের কারও বাধা মানে না তারা। এমনকি প্রবীণ দাদুও ভেঙে পড়েছেন মানসিক যন্ত্রণায়, কিন্তু রায়ানের চোখে জল নেই। ঠিক সেই মুহূর্তেই যেন বজ্রপাতের মতো দরজার সামনে হাজির হয় পারুল—হাতে একটুকরো কাঠ! মুখে তীব্র হুঁশিয়ারি, “এক পা ও নড়লে হাড়-গোড় ভেঙে রেখে দেবো!”

রায়ান যথারীতি পারুলকে ‘পশু’ বলেও অপমান করে। তবে এবার পারুল উত্তরের জন্য আগুন নয়, বেছে নেয় বাস্তবতা। প্রশ্ন ছুঁড়ে দেয়—“বাড়ি ছেড়ে যাবে ঠিক আছে, কিন্তু খাবে কী, কোথায় থাকবে?” বাস্তবের মুখোমুখি হয়ে কিছুটা থমকে যায় রায়ান, কিন্তু শিরীন তখনও তার ইন্ধন দেওয়ার ভূমিকায়। উস্কানি আর অহংকারে ঠাসা কথায় সে আবারও রায়ানকে পারুলের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে।
আরও পড়ুনঃ দেখা হল আদৃত-শুভ’র! আকাশের সঙ্গে বিয়েতে রাজি হওয়ার পরই আদৃতের দেখা পেল শুভ! তবে, কী দেখা হয়েও মিলন হবে না তাঁদের?
এই মুহূর্তে প্রশ্ন একটাই—রায়ান কি এবারও ভুল পথে হাঁটবে? নাকি পারুলের বাস্তবিক কথায় ফিরে আসবে? দাদুর চোখের জল, পরিবারের হতাশা আর নিজের সম্মানের মাঝে ফেঁসে গিয়েছে রায়ান। আর পারুল? সে এখনও নিজের আদর্শে অটুট, নিজের প্রিয়জনদের বাঁচাতে লড়াকু ‘পরিণীতা’ হয়ে উঠেছে। এই চরম উত্তেজনার পরিণতি জানতে চোখ রাখুন আজ রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়—‘পরিণীতা’য়!