জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বড়সড় বিপদের মুখে পড়ে সর্বস্ব হারাতে বসেছিলেন রাজা-মধুবনী! ত্রাতা হয়ে উদ্ধার করলেন অভিনেতা সায়ক চক্রবর্ত্তী!

স্টার জলসার সুপারহিট মেগা ‘ভালোবাসা ডট কম’ (Bhalobasha.com) মনে আছে? হ্যাঁ, কথা হচ্ছে সবার প্রিয় টলিউডের জনপ্রিয় দম্পতি ‘রাজা গোস্বামী’ (Raja Goswami) এবং ‘মধুবনী ঘোষ’ (Madhubani Ghosh), অভিনয় থেকে আপাতত কিছুটা বিরতি নিয়েছেন, তবে ইউটিউবের দুনিয়ায় তাঁরা বেশ সক্রিয়। নিজেদের পারিবারিক মুহূর্ত, দৈনন্দিন জীবনের গল্প ও খুশির স্মৃতি ভাগ করে নিতে তারা তৈরি করেছেন একটি নিজস্ব ইউটিউব চ্যানেল (YouTube)। সেই চ্যানেলের মাধ্যমেই অনুগামীদের সঙ্গে যুক্ত থাকেন রাজা-মধুবনী।

কিন্তু সম্প্রতি এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাঁদের—হঠাৎ করেই হ্যাক (Hack) হয়ে যায় চ্যানেলটি। চ্যানেলটি হ্যাক হওয়ার ফলে কিছু সময়ের জন্য ভিডিও আপলোড বন্ধ হয়ে যায়। রাজা ও মধুবনী বুঝে উঠতেই পারছিলেন না কীভাবে সমস্যার সমাধান করবেন। চিন্তায় কপালে ভাঁজ পড়ে গিয়েছিল তাঁদের। ঠিক সেই সময়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা সায়ক চক্রবর্ত্তী (Sayak Chakraborty)

রাজা তাঁর সঙ্গে যোগাযোগ করতেই সায়ক বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং চ্যানেলটি উদ্ধারের জন্য রাত-দিন এক করে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সায়ক মাঝরাতে নিজের পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। যাঁরা ইউটিউব সংক্রান্ত কারিগরি বিষয়ে দক্ষ, তাঁদের সাহায্যে দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করেন। এমনকি আরেকজন বন্ধুকেও যুক্ত করেন যিনি পরিস্থিতি সামাল দিতে বিশেষ ভূমিকা নেন।

শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টার পর রাজা-মধুবনীর চ্যানেলটি ফিরে আসে আগের অবস্থায়। এই দুঃসময়ে সায়ক যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা রাজা নিজে লাইভে এসে আবেগঘনভাবে সকলের সঙ্গে ভাগ করে নেন। লাইভে রাজা অকপটে বলেন, সায়কের মতো বন্ধুই জীবনে আশীর্বাদ। এমনকি নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি ভালোবাসা এবং দায়িত্বশীলতা পেয়েছেন তাঁর থেকে। সায়ক যেভাবে এক মিনিটের জন্য দেরি না করে সাহায্য করেছেন,

রাত জেগে সমস্যার সমাধানে লেগে পড়েছেন, তাতে রাজা-মধুবনী সত্যিই মুগ্ধ। এমনকি সায়কের পরদিন সকালেই শ্যুটিং থাকলেও, তিনি গভীর রাত পর্যন্ত জেগে থেকে সহযোগিতা করেছেন। আজ যখন সমাজ মাধ্যমের সম্পর্কগুলি এতটা ঠুনকো, তখন সায়কের মতো একজন মানুষ রাজা-মধুবনীর জীবনে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন। উচ্ছ্বাসিত হয়ে তারা অনুরাগদের মধ্যে ভাগ করে নিলেন এই অভিজ্ঞতার কথা।

রাজা বলেন, মানুষ হিসেবে সায়ক দুর্দান্ত। তিনি শুধুমাত্র একজন ইউটিউবার নন, বরং একজন প্রকৃত বন্ধু। তাঁর ফেসবুক পেজের কথাও উল্লেখ করে রাজা অনুরাগীদের অনুরোধ করেন, “এমন ভালো মানুষকে ফলো করা উচিত। কারণ ভালোবাসা, আন্তরিকতা আর নির্ভরতার এই দৃষ্টান্ত সত্যিই বিরল।” অভিনেতা সায়কের বন্ধুবান্ধব তথা অনুরাগীরা সবসময় প্রশংসায় ভরিয়ে রাখেন, কারণ সে যে তাদের নিজের পরিবারের থেকে কিছু কম মনে করেন না!

Piya Chanda

                 

You cannot copy content of this page