নতুন ধারাবাহিকের ভিড়ে ক্রমেই হারিয়ে যাচ্ছে পুরনো চেনা মুখ আর তাদের গল্প। জি বাংলায় (Zee Bangla) একের পর এক নতুন ধারাবাহিক আসছে দর্শকদের মন জয় করতে, তখন অনেক পরিচিত ধারাবাহিকই ছিটকে যাচ্ছে সম্প্রচারের তালিকা থেকে। সম্প্রতি এমনই এক জনপ্রিয় ধারাবাহিক ‘অমর সঙ্গী’ (Amar Songi) শেষ করে ফেলল তাদের শুটিংয়ের কাজ। আর এবার খবর আরেক জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক নাকি শেষ দিনের শুটিং করতে চলেছে। মাত্র আট মাসের এই যাত্রায়, ধারাবাহিকটি অনেকেরই প্রিয় হয়ে উঠেছিল, সমাপ্তির খবরে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই।
এবার ‘পুবের ময়না’ (Puber Moyna) মাত্র আট মাসেই ইতি টানল রোদ্দুর-ময়নার দুষ্টু-মিষ্টি প্রেমগাথা। উল্লেখ্য চলতি মাসের ৮ তারিখ শেষ দিনের শুটিং করতে চলেছে এই ধারাবাহিক। টিমের কেউই হয়তো ভাবেননি, এত তাড়াতাড়ি এভাবে আলাদা হয়ে যেতে হবে। দুই বাংলার মিলনের গল্পকে সামনে রেখেই শুরু হয়েছিল ‘পুবের ময়না’র যাত্রা। একদিকে ছিল নতুন ধরনের গল্প, অন্যদিকে দর্শকদের সামনে হাজির হয়েছিল এক নতুন জুটি—গৌরব রায়চৌধুরী ও ঐশানি দে। রোদ্দুর ও ময়না হিসেবে এই দুই চরিত্র ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও,

টিআরপি রেটিংয়ে তেমন ছাপ ফেলতে পারেনি। দর্শক মহলে সীমিত জনপ্রিয়তা অর্জন করলেও, সপ্তাহের পর সপ্তাহ টিআরপি তালিকায় নিজের জায়গা পাকা করতে না পারাটাই কাল হয়ে দাঁড়াল। শুরুর দিক থেকেই গুঞ্জন ছিল ধারাবাহিকটি দীর্ঘদিন চলবে না। যদিও সেইসব গুজব তখন ভুল প্রমাণিত হয়েছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই হঠাৎ করে বিদায় নিতে হল ধারাবাহিকটিকে। ধারাবাহিকের সম্প্রচারের সময় পরিবর্তন করে দুপুরে আনা হয়, তার প্রভাব তেমন দেখা যায়নি।
এবার জি বাংলা ঠিক করেছে এটি শেষ করে দুপুরে ডাবিং শো চালানোর। জি বাংলার তরফে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে অসন্তোষ দেখা দিয়েছে।অনেকেই মনে করছেন, প্রাইম টাইমে সম্প্রচার চললে হয়তো গল্পটা আরও বেশি মানুষকে ছুঁতে পারত। ধারাবাহিকটির হঠাৎ সমাপ্তি কলাকুশলীদের মধ্যেও তৈরি করেছে হতাশা। দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করা, চরিত্রের সঙ্গে জড়িয়ে পড়া—সবকিছুই যেন এক ঝটকায় থেমে গেল। শিল্পীরা সমাজ মাধ্যমে তাঁদের আবেগ প্রকাশ করেছেন।
দর্শকরাও এই বিদায়ে কিছুটা বিষণ্ণ, কারণ রোদ্দুর-ময়নার মতো সহজ-সরল প্রেমের গল্প এত সহজে শেষ হবে, তা কেউ ভাবেননি। তবে যেমন বলা হয়—একটি গল্প শেষ মানেই আরেকটি গল্পের শুরু। ‘পুবের ময়না’ শেষ হলেও, জি বাংলায় আসতে চলেছে আরও নতুন ধারাবাহিক,আরও টাটকা গল্প। সম্প্রতি খবর মিলেছে এবার নাকি নতুন মেগা নিয়ে হাজির হচ্ছেন ‘পর্না’ পল্লবী শর্মা। আবার কেউ মনে করছেন অন্য কোনোও রানী রাসমণির মতন আধ্যাত্মিক শো আসতে চলেছে এবার।
আরও পড়ুনঃ বড়সড় বিপদের মুখে পড়ে সর্বস্ব হারাতে বসেছিলেন রাজা-মধুবনী! ত্রাতা হয়ে উদ্ধার করলেন অভিনেতা সায়ক চক্রবর্ত্তী!
সম্প্রতি প্রকাশিত হয়েছে ইচ্ছাধারী নাগকন্যা নামের এক ধারাবাহিকের টিজার, তাই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কোন নতুন মুখ, কোন নতুন সম্পর্ক, কোন নতুন টুইস্টে এবার জমবে ছোট পর্দা, তা জানতে হলে চোখ রাখতে হবে বাংলা টেলিভিশনের প্রিয় ঠিকানায়। শেষ হলেও ‘পুবের ময়না’র রেশ থেকে যাবে দর্শকদের মনে—স্মৃতির পাতায় এক আলাদা অনুভব হয়ে।