জি বাংলার ‘ফুলকি’ (Phulki) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনে হাজির হয়েছে রোহিত আর ফুলকি। স্বাগতা ম্যাডাম পুরনো ফাইল ঘেঁটে জানান, বড় রাজার একটা লরির ধাক্কায় গাড়ি জলে পড়ে গিয়ে মৃত্যু হয়, কিন্তু প্রথমেই তাঁর দেহ পাওয়া যায় না। আর গাড়ি চালকের মৃত্যু হয় সেখানেই, এবং লরির চালককে মাত্র তিন বছরের সাজা দেওয়া হয়, এর থেকে বেশি কিছু লেখা নেই আর।
ফুলকির সন্দেহ হওয়াতে লরির নম্বরটা চেয়ে লিখে নেয়, যদিও ম্যাডাম জানান যে চব্বিশ বছর আগের গাড়ি আজ আর রাস্তায় থাকবে না। ফুলকি আর রোহিত ফেরার পথে একটা ধাবায় যায় কিছু খাওয়ার জন্য, সেখানেই কিছুক্ষণ পর একটা লরি এসে উপস্থিত হয়। ফুলকি হঠাৎ লক্ষ্য করে সেই লরির নম্বর আর যে নম্বর সে লিখেছে দুটোই এক।

রোহিতকে জানাতেই দুজনে লরির চালককে ধরতে যায়, কিন্তু ততক্ষণে গাড়িটা চলে গেছে। ধাবার মালিককে জিজ্ঞেস করতেই তিনি বলেন যে রাজমহলের সব লরির মালিক একজন, তাঁর নাম সীতারাম। ফুলকি সেই মুহূর্তেই স্বাগতা ম্যাডামকে ফোন করে সবটা জানায় আর সীতারামকে তলব করতে বলে। অন্যদিকে সংশোধনাগারে রুদ্র আর ইন্দ্র হাত মিলিয়েছে ফুলকির ক্ষতি করার জন্য।
রুদ্র নিজের হাত করা পুলিশের কাছ থেকে ফোন চেয়ে ইন্দ্রকে দেয়, ছোট রানীকে ফোন করে দেখা করতে বলার কথা জানতে। ছোট রানীকে ইন্দ্র ফোন করে উত্তরসূরির কথাটা বলতে রানী প্রথমে বিশ্বাস করেন না। কিন্তু রুদ্র ফোনটা নিয়ে যখন নিজেই সবটা বলে, রানী একেবারে ভয় পেয়ে যান, তিনি ঠিক করেন পরের দিনই দেখা করবেন রুদ্রর সাথে।
আরও পড়ুনঃ “সব সম্পর্ক বদলালেও মা-বাবাই সব সময় পাশে থাকেন”, “মা-বাবাকে অবহেলা নয়, সময় থাকতে ভালোবাসা দিন” অকপট যশ-নুসরত!
এদিকে পুলিশ স্টেশনে ফুলকি আর রোহিত দুজনেই পৌঁছায়, তারপর সীতারামও সেখানে হাজির হয়। তলব করা হলে তিনি বিশেষ কিছু জানেন না বলেই মনে হয় সবার প্রাথমিকভাবে, কিন্তু মনে মনে তিনি বলেন ছোট রানী তো এই ঘটনা অনেকদিন আগেই ধামাচাপা দিয়ে দিয়েছিলেন, তাহলে আবার বেরোলো কি করে। তিনি চলে যেতেই স্বাগতা ম্যাডাম বলে নিজেদের ঘটনা স্ত্রলে গিয়ে তদন্ত করতে হবে।
এদিকে সেক্রেটারি মশাই ছোট রানীকে এসে জানান যে চব্বিশ বছর আগের সেই অন্ধকার অতীত কেউ আবার ঘটতে শুরু করেছে, বড় রাজার মৃত্যুর তদন্ত শুরু হয়েছে নতুন করে। ছোট রানীকে দেখা যায় পরদিন তিনি ছদ্মবেশে রুদ্রর সঙ্গে দেখা করতে গেছেন আর অন্যদিকে ফুলকি আর রোহিত রাজার মৃত্যু রহস্য উদঘাটনে আরও একধাপ এগিয়ে গেছে, এটা যে দুর্ঘটনা নয় বরং চক্রান্ত সেটা প্রমাণ করতে।