জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট রানীর উদ্বেগ বাড়ছে, ফুলকি জেনে গেল রাজবাড়ির রহস্য! বড় রানীর সামনে অনেক বড় বিপদ! তাঁকে বাঁচাতে পারবে কি ফুলকি?

জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে একদিকে ফুলকির বাবা নিখোঁজ, অন্যদিকে কাজের সুত্রে রোহিত গেছে দিল্লি এর এরই মধ্যে রাজবাড়িতে ধানুর বিয়ে ঠিক হয়ে ছোট রানীর বড় ছেলে আদিত্য নারায়ণ এর সাথে। সেই রাজবাড়িতে পা রাখতেই ফুলকির মনের মধ্যে উচাটন শুরু হয়। অসুস্থ বড় রানীকে দেখে ফুলকি নিজের মাকে খুঁজে পায় তাঁর মধ্যে। কিন্তু রাজবাড়িতে লুকিয়ে একাধিক রহস্য, সব কি উদঘাটন করতে পারবে ফুলকি?

আজকের পর্বের শুরুতেই দেখা যায় ফুলকি বড় রানী কে খাওয়ার খাইয়ে দেয়। তারপর ফুলকি চলে আসতে চাইলে তিনি কিছুতেই ছাড়তে রাজি হন না। ফুলকি অনেক বুঝিয়ে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশ শিবু গুন্ডার বাড়িতে তল্লাশি চালায় কিন্তু রাজবাড়ির সেক্রেটারি আগে থেকেই ফোন করে শিবুকে বলে গা ঢাকা দিতে। পুলিশ ফুলকিকে ফোন করে জানায় যে তাঁরা কোনও ভাবেই শিবুকে ধরতে পারেনি।

Phulki, Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New Episode, Upcoming Episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, দেব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

রাজবাড়িতে শিবুকে পুলিশ ধরতে চায়, এই কথাটা ছোট রানী জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে। ঠিক সেই সময়ে ফুলকির সাথে দেখা হয় এবং ফুলকি জানায় যে সে কেউকে না জানিয়েই বড় রানীর ঘরে গেছিলো আর তাঁকে খাইয়ে দিয়ে এসেছে। এই কথা শুনে রানী মনে মনে খুব রেগে গেলেও মুখে কিছু প্রকাশ করে না। রানী চলে যাওয়ার পর ফুলকি মনে মনে বলে এই ছোট রানীর হাসিটা কেমন যেন মিথ্যে লাগে আর সেক্রেটারিকে চোরের মত লাগে শুধু বড় রানী মা ভালো।

এরপর ছোট রানী আরও করা ব্যাবস্থা করে যাতে কেউ বড় রানীর ঘরে না ঢুকতে পারে। ছোট রানীর স্বামী ও জানান যে কেউ যদি কিছু জেনে যায় তাহলে আর রক্ষা নেই। তিনি বলেন বড় রানীর যে এত আদর যত্ন যে আমরা তাঁর বাপের বাড়ির সম্পত্তির জন্য করছি এটা রাজবাড়ির রহস্য হয়েই লুকিয়ে থাকবে। ছোট রানী গিয়ে বড় রানীকে বুঝিয়ে আসে ফুলকি তাঁর মেয়ে নয়, বরং তাঁর মেয়ে অনেক আগেই মারা গেছে তাই অযথা যার তার সাথে মায়া না বাড়াতে। অন্যদিকে ফুলকি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে শিবু গুন্ডা অনেক দাগি অপরাধী।

চারিদিকে ওর লোকজন আছে সেই জন্যই হয়তো আগের থেকে খবর পেয়ে পালিয়ে গেছে। ফুলকি সিদ্ধান্ত নেয় ছদ্মবেশে গিয়ে তাকে গর্ত থেকে বের করে আনবে। সেই মতো বাসুনওয়ালি সেজে ফুলকি সেখানে গিয়ে জানতে পারে শিবুর বিয়ে নিয়ে তার মা অনেক আশাবাদী কিন্তু গুন্ডা হাওয়ায় কোনও পাত্রী পাচ্ছে না। ফুলকি বুঝা যায় এটাই সুযোগ, নিজের বোনকে পাত্রী সাজিয়ে নিয়ে যায় শিবুকে গর্ত থেকে টেনে বের করতে। আগামী পর্বে কি হতে চলেছে জানতে চোখ রাখুন।

Piya Chanda