Bangla Serial

“চ্যানেল না ম্যাটা’র্নি’টি হাস’পা’তাল!” “জি বাংলার সব ধারাবাহিকের নায়িকারাই মা হচ্ছেন!” সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জি বাংলা

Zee Bangla Serials Are Trolled: টিআরপি (TRP) হোক জনপ্রিয়তার নিরিখে, এখনও সাধারণ মানুষের কাছে অতি জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) প্রত্যেকটি ধারাবাহিক। টিআরপিতে প্রথম পাঁচের তালিকায় রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu), ফুলকি (Phulki), জগদ্ধাত্রী (Jagaddhatri) এবং কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche)। ধারাবাহিকগুলোর প্রতি সপ্তাহে একের পর এক নতুন চমক দারুন ভালোবাসছে ধারাবাহিকের দর্শকরা।


জি বাংলা, বাংলা ধারাবাহিক, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠিঝোরা, Zee Bangla, Bengali Serial, Neem Phooler Madhu, Jagaddhatri, Mithijhora

তবে সম্প্রতি জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে এসেছে নতুন ট্র্যাক। মা হচ্ছেন জি বাংলার অভিনেত্রীরা। নিম ফুলের মধু ধারাবাহিকের ৭০০ পর্বের উদযাপনে ধারাবাহিকে এসেছে নতুন চম’ক। মা হচ্ছে পর্ণা। একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। সেই নিয়েই মেতে রয়েছে দত্ত পরিবার। ধারাবাহিকের সেই পর্বের প্রোমো ইতিমধ্যেই সা’রা ফেলেছে পর্দায়।


জি বাংলা, বাংলা ধারাবাহিক, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠিঝোরা, Zee Bangla, Bengali Serial, Neem Phooler Madhu, Jagaddhatri, Mithijhora

তবে নিম ফুলের মধুতে (Neem Phuler Modhu) এই ট্র্যাক আসার পর পরই একই একই বিষয় দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) বাকি কাহিনীতেও। শুধু পর্ণা নয়, ইতিমধ্যেই জানা গেছে জি বাংলার আরও একটি ধারাবাহিক জগদ্ধাত্রী(Jagaddhatri)তেও এসেছে সেই একই ট্র্যাক। এবার মা হচ্ছেন জগদ্ধাত্রীও। ইতিমধ্যেই ধারাবাহিকের সেই প্রোমোও মুক্তি পেয়েছে জি বাংলার পর্দায়। ফলেই নতুন চম’কের জন্য বেড়েছে ধারাবাহিকের টিআরপিও। তবে শুধু জগদ্ধাত্রী আর পর্ণাই নয়, এই একই কাহিনী এসেছে মিঠিঝোরাতেও (Mithijhora)। জানা গেছে মা হচ্ছে নীলু‌ও। যদিও জগদ্ধাত্রী আর পর্ণা মতো নয় তার ব্যাপারটা। তার প্রেগ’ন্যা’ন্সির বিষয়টা পুরোটাই নাটক। শুধু কী তাই ? মন দিতে চাই (Mon Dite Chai) ধারাবাহিকের তিতির‌ও এখন প্রেগ’ন্যান্ট।


জি বাংলা, বাংলা ধারাবাহিক, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠিঝোরা, Zee Bangla, Bengali Serial, Neem Phooler Madhu, Jagaddhatri, Mithijhora

আর জি বাংলার ধারাবাহিকগুলোর সব কাহিনীতে এই এক ট্র্যাক দেখে ধারাবাহিকগুলিকে ট্রো’ল করতে ছাড়েনি নেটিজেনদের। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “এটা চ্যানেল না ম্যাটা’রনি’টি হাস’পা’তাল! সবাই একের পর এক প্রেগ’নে’ন্ট হয়ে যাচ্ছে।” আবার একজন লিখেছেন “জি বাংলার ধারাবাহিক গুলোর মধ্যে আলাদাই একতা। তাই পর্ণা মা হচ্ছে এই দেখে সবাই পর পর মা হচ্ছে। কাহিনীতে কি কোন নতুন কিছু আনতে পারছে না লেখিকারা!”


জি বাংলা, বাংলা ধারাবাহিক, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠিঝোরা, Zee Bangla, Bengali Serial, Neem Phooler Madhu, Jagaddhatri, Mithijhora

আরো পড়ুন: “গাঁ’জা’খুরি সিরিয়াল! নায়ক নায়িকা কে গুলিয়ে যায়…!” শৌর্য্যর নীলুর প্রতি মাত্রাহীন ন্যা’কা’মো দেখে তু’মু’ল ক’টা’ক্ষ নেট দুনিয়ার!

আবার আরেকজন নেটিজেন মন্তব্য করছেন “পরের বছর সোনার সংসারে জি বাংলায় আরও তিন চারটে নতুন সদস্য আসছে, নমিনেশনে চা’প বাড়ল।” একজন আবার লিখেছেন “এক শিয়া’লে ডাক দিলে বাকিরাও ডাক দেয় জানতাম এখানেই একই হচ্ছে।” আরেকজন জানিয়েছেন “এবার শিমুল, ফুলকি এরাই বা বাদ থাকে কেন? আসলে সবই টিআরপির খে’লা। ওই ঝলকের কারণে নিম ফুলের মধুর টিআরপি বেড়েছে তাই একই বিষয়টা সবটা ফলো করছে।” তবে সব কাহিনীতে এই একই ট্র্যাকের জন্য জি বাংলা যে ভয়’ঙ্কর ট্রো’লে’র সম্মু’খীন হচ্ছে এটা বলাই বাহুল্য। তাহলে আপনাদের কি মতো এই বিষয়ে?

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী।