প্রতি সপ্তাহে নতুন নতুন টিআরপি আসে এবং দর্শকদের উৎসাহ থাকে কে কোথায় রয়েছে সেটা দেখার জন্য। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই টিআরপি আলাদা করে খুঁজে বের করতে হয় না বরং বিভিন্ন জায়গা থেকেই সেটা সংগ্রহ করে নেওয়া যায়। আর আমরা থাকতে আপনাদের চিন্তা কিসের? প্রতি সপ্তাহের হাতে গরম টিআরপি ফলাফল আপনাদের দিয়ে দেব আমরা।
কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন নতুন নতুন সিরিয়াল আসছে জায়গা দখল করতে তেমন পুরনো সিরিয়ালগুলো বাজিমাত করছে বারবার। একমাত্র পুরনো সিরিয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে টিআরপি দিয়ে যাওয়া অনুরাগের ছোঁয়া এখন টিআরপির ধারে কাছে কোথাও থাকতে পারছে না। অন্যদিকে যাদের নিয়ে বেশি প্রত্যাশা ছিল না যেমন নিম ফুলের মধু বা ইচ্ছা পুতুল কিংবা কার কাছে কই মনের কথা সেগুলো বেশ জমজমাট পর্ব আছে এবং টিআরপিতে প্রতিবার স্থান পাচ্ছে।
এই সপ্তাহের টিআরপি গতকাল আর থাকবে বৃহস্পতিবার প্রকাশিত হয়নি তার বদলে আজ আমরা পেয়েছি সেই টিআরপি তালিকা। নিম ফুলের মধু ব্যাপক খেল দেখাচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এটাই এই বছরের শেষ টিআরপি এবং সেখানেও নিম ফুলের মধু নিজের ছাপ রেখে গেল কারণ টপার হয়েছে সে। তারপর যথাক্রমে জগদ্ধাত্রী, ফুলকি,গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে রয়েছে। কোন গোপনে মন ভেসেছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল যেটা শুরুতেই প্রথম পাচ তালিকায় চলে এসেছে। অন্যদিকে কথা নতুন হলেও ওপেনিং স্লট দখল করতে পারেনি জগদ্ধাত্রীর বিপরীতে।
এদিকে দেখা গেছে কার কাছে কই মনের কথা স্লট দখল করতে পারল না গীতা এলএলবির কাছে। তবে টি আর পি তালিকায় সব থেকে পেছনে যারা রয়েছে সেই রামপ্রসাদ মিলি পুঁতে দর্শকদের মনে ব্যাপক আশঙ্কা তৈরি করছে যে এই সিরিয়ালগুলোর শেষের ঘন্টা বাজলো বলে। আর অনুরাগের ছোঁয়া এখন একেবারে ধুঁকছে।
দেখে নিন এই সপ্তাহের সেরা ৫ তালিকা কে দখল করলো:
1st •• নিম ফুলের মধু ৯.২
2nd •• জগদ্ধাত্রী ৮.৯
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা L.L.B ৭.৯
5th •• কোন গোপনে মন ভেসেছে ৭.৮