বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনে টিআরপি তালিকা বেরোনোর দিন। আর এই দিনেই বোঝা যায় পুরো সপ্তাহ ধরে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করে এসেছে। এখন প্রায় প্রতি সপ্তাহতেই একের পর এক চমক থাকছে টিআরপি তালিকাতে। গত কয়েক সপ্তাহ ধরে সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে আছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’কে।
আর এই সপ্তাহতেও এর অন্যথা হলো না আবার একবার সকল জনপ্রিয় ধারাবাহিককে টপকে শীর্ষস্থান দখল করল স্টার জলসা ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.৫। এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ তার প্রাপ্ত নম্বর ৮.৮। :জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নির্মাতারা বারবার চেষ্টা করে যাচ্ছে আরো একবার জগদ্ধাত্রীকে শীর্ষস্থানে নিয়ে আসার কিন্তু তা সফল করতে পারছে না।
প্রসঙ্গত শুরুর কয়েক সপ্তাহের মধ্য থেকেই জগদ্ধাত্রী ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল। এবং প্রথম থেকেই ভালই ফল করে আসছে টিআরপি তালিকাতে। কিন্তু এখন সেই শীর্ষস্থান থেকে নেমে গিয়ে দ্বিতীয় স্থান দখল করছে। বাংলার আরো অনেক জনপ্রিয় ধারাবাহিককে পিছনে ফেলে এই ধারাবাহিকটি দর্শকদের মনে, যে ভাল জায়গা করেছে তা টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়।
প্রথমত ধারাবাহিকটি হচ্ছে এখন টানটান উত্তেজনার। কৌশিকী মুখার্জিকে মারার চক্রান্ত করে শেষ পর্যন্ত সেই গুলি গিয়ে লাগে তার মেয়ে কাঁকনের। আর তাদেরকেই ধরতে মরিয়া হয়ে উঠেছে জগদ্ধাত্রী। স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী দুজনে মিলে এখন সেই চক্রান্তকারীদের ধরার প্রচেষ্টা করে যাচ্ছে তাই প্রতিদিনই ধারাবাহিকের নতুন নতুন মোড় আসছে। আর তা টিআরপি দেখে বোঝাই যাচ্ছে দর্শকদের বেশ মনে ধরছে এই গল্প।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.৫
২য় •• জগদ্ধাত্রী ৮.৮
৩য় •• গৌরী এলো ৮.০
৪র্থ •• খেলনা বাড়ি ৭.৮
৫ম •• নিম ফুলের মধু / বাংলা মিডিয়াম ৭.৬