বাংলা টেলিভিশনের (Bangla Television) দর্শকপ্রিয়তা দিনে দিনে যে হারে বাড়ছে, তাতে বোঝাই যাচ্ছে যে মানুষের কাছে এখনও ধারাবাহিকই (Bengali Serial) প্রধান বিনোদনের মাধ্যম। গল্প বলার আঙ্গিক বদলালেও, টেলিভিশনের শক্তি আগের মতোই অটুট রয়েছে। প্রতিদিনের ব্যস্ত জীবনের মধ্যেও বাংলা ধারাবাহিকের টান ছেড়ে উঠতে পারেন না দর্শক। এই আবেগ, এই গভীর সংযোগের প্রমাণ রেখে জি বাংলা (Zee Bangla) আবারও হাজির নতুন চমক নিয়ে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্পের ধরন বদলালেও, জি বাংলা সবসময় সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এবার সেই ধারারই আরও এক ধাপ অগ্রগতি হিসেবে আত্মপ্রকাশ করল নতুন চ্যানেল—জি বাংলা সোনার (Zee Bangla Sonar)। নতুন এই উদ্যোগের মাধ্যমে আবার প্রমাণিত হল, জি তার দর্শকদের আবেগ এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থেকেই প্রতিনিয়ত নতুন গল্প বানাচ্ছে, আর তার জন্য নতুন ঠিকানাও প্রস্তুত।
আনুষ্ঠানিক ঘোষণার দিন জি-র তরফে জানানো হয়েছে, আগস্ট মাসেই শুরু হবে এই নতুন চ্যানেল (New Bengali Channel)। এটি শুধুই একটি সম্প্রচার মাধ্যম নয়, বরং এটি একটি নতুন কনটেন্ট আর অভিজ্ঞতা দেবে । কতৃপক্ষের কথায়, জি বাংলা সোনার বাংলাভাষী দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রার প্ল্যাটফর্ম হতে চলেছে। যেখানে সিরিয়াল, রিয়্যালিটি শো, সিনেমা ও নতুন ঘরানার অনুষ্ঠান একসঙ্গে মিলেমিশে থাকছে। এই চ্যানেল এমন সব গল্প বলবে যা স্থানীয় সাংস্কৃতিক আবহে নির্মিত।
এমন পটভূমি থেকে উঠে এলেও সকলের মনে জায়গা করে নিতে পারবে, বলে দাবি তাঁদের। চ্যানেলটির শুরুর শো-গুলো যথেষ্ট আকর্ষণীয়। ‘বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম’, ‘শ্রীমান ভগবান দাস’ ও ‘এসআইটি- বেঙ্গল’ এর মতো তিনটি নতুন ধারাবাহিক থাকছে এখানে। সেই সঙ্গে থাকছে ‘১০ দিনে ১০ লাখ’, ‘সোনার জলসাঘর’, ‘আক্কেল গুডুম’ এবং সঙ্গীতনির্ভর অনুষ্ঠান ‘সোনার সকাল’-এর মতো চারটি নন-ফিকশন শো। পাশাপাশি থাকছে বাংলা সিনেমার এক বিশাল সংগ্রহ, যা প্রতিদিন সম্প্রচারিত হবে।
আরও পড়ুনঃ “এই শান্তিতে থাকলেই মানুষ নিজেকে খুঁজে পায়”—পরিবারের পাশে দাঁড়িয়ে হঠাৎ চোখ ছলছল করে উঠলো দেবের, কী এমন ঘটল অভিনেতার জীবনে!
জি বাংলা সোনার শুধুমাত্র একটি চ্যানেল নয়, বরং এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি। এখানেই উঠে আসবে এমন গল্প, যেগুলি শিকড়বদ্ধ হলেও সার্বজনীন অনুভবে গঠিত। এই চ্যানেল বিশেষভাবে পুরুষ দর্শকদের কথা মাথায় রেখে কনটেন্ট নির্মাণে মন দিয়েছে, এবং সেই কনটেন্ট দর্শকদের মননে ভিন্ন এক অভিজ্ঞতার রেশ রেখে যাবে। সামগ্রিকভাবে বলা যায় , জি বাংলা সোনার করতে পারে বাংলা টেলিভিশনের নতুন যুগের সূচনা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।