রাজনীতি হোক বা টলিউড, দেব মানেই ব্যস্ততা আর আলো। বছরের পর বছর ধরে শ্যুটিং, প্রচার, দায়িত্ব—এই ছকে বাঁধা জীবন থেকে এবার কিছুটা ছুটি নিয়ে নিজেকে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন অভিনেতা দেব। তবে এই সফর নিছক ‘ছুটি’ নয়—এটা যেন আত্মার খোরাক। ভক্তদের উদ্দেশে সেই সফরের এক ঝলক তুলে ধরলেন দেব সোশ্যাল মিডিয়ায়, এবং সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর চোখে জল দেখে আবেগে ভেসেছে গোটা নেটদুনিয়া।
এই সফরে দেব একা যাননি। সঙ্গে ছিলেন তাঁর মা-বাবা এবং প্রিয় বোন। চার জনের একটি ছোট্ট পরিবার—তাদের মধ্যেই লুকিয়ে আছে দেবের আসল সুখ। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে, একাধিক ছবিতে বোনের সঙ্গে দেব, কখনও আবার মায়ের পাশে বসে চুপচাপ তাকিয়ে আছেন সামনে ছড়ানো সবুজ মাঠের দিকে। ছবির প্রতিটি ফ্রেম যেন বলে দিচ্ছে—এই মুহূর্তগুলোই তাঁর জীবনের আসল অ্যাচিভমেন্ট।
এই সফরের গন্তব্য ছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রকৃতি, খোলা আকাশ, শান্ত পরিবেশে কাটানো কিছু মুহূর্ত যেন দেবকে নতুন করে শিখিয়েছে—কোনটা সত্যিকারের সুখ। নিজের পোস্টে দেব লেখেন, “এই পরিবেশ, এই মানুষগুলো—এখানেই যেন নিজেকে আবার খুঁজে পেলাম।” সাক্ষাৎকারে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান “অনেক সময় এমন হয় আমরা বাবা-মাকে সময় দিতে পারি না এবং তারাও আমাদেরকে কিছু জানায় না কিন্তু তাদের সঙ্গে সময় কাটানোটা এবং তাদের না বলা কথা বোঝাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”
দেব জানান, এই সফরে অনেক পুরোনো স্মৃতি ফিরে এসেছে। ছোটবেলায় যেমন বাবা-মায়ের সঙ্গে একসঙ্গে সময় কাটানো হতো, এখনকার ব্যস্ত জীবনে সেই সুযোগ আর থাকে না। “আমার মা-বাবার মুখে এমন শান্তি আর তৃপ্তি দেখে মনে হলো, আমি সত্যিই কিছু করে দেখাতে পেরেছি,” বলেন দেব। এই সফরের প্রতিটি মুহূর্ত তাঁর কাছে জীবনের সেরা উপহার।
আরও পড়ুনঃ অতীতের দরজা খুলতেই কেঁপে উঠল ভবিষ্যৎ! অপর্ণার প্রশ্নেই ফাঁস আর্যর পরিচয়, কিঙ্করের সতর্কতায় টানটান উত্তেজনা! রাজলক্ষ্মীর স্বপ্নে রাজনন্দিনী, ভবিষ্যৎবাণীর মতই সত্যি হচ্ছে সব! অতীত লুকাতে চায় না আর্য, অপর্ণা জেনে গেলে কি ভাঙবে সম্পর্ক?
শেষে দেব বলেন, “সব ব্যস্ততার মধ্যেও যদি পরিবারকে একটুও সময় দিতে পারেন, সেটাই আপনার সবচেয়ে বড় সাফল্য।” জীবনের আসল মানে, আসল শান্তি—সবই লুকিয়ে থাকে সেই মানুষগুলোর মধ্যে, যাঁরা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আর সেই উপলব্ধিতেই চোখ ছলছল করে উঠেছে এই সুপারস্টারের।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।