জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউড ছাড়িয়ে এবার জাতীয় স্তরে পা! বাংলায় একাধিক সাফল্যের পর, জনপ্রিয় বাঙালি অভিনেত্রী এবার হিন্দি টেলিভিশনের পর্দায়! নতুন রূপে কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?

বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী (Bengali Television Actress) এখন কেরিয়ারে এক নতুন মোড়ে পা রাখলেন। বাংলা ধারাবাহিক থেকে যাঁর পথচলা শুরু, তিনি এবার জায়গা করে নিলেন হিন্দি টেলিভিশনের (Hindi Television) জগতে। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে টলিপাড়ায় ধীরে ধীরে পরিচিতি গড়ে তুললেও, থেমে থাকেননি তিনি। এবার একেবারে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির বলিউডের (Bollywood) ছোটপর্দায়।

বাংলা টেলিভিশনের অনেক বাঙালি অভিনেতা-অভিনেত্রীরাই এখন হিন্দি ধারাবাহিকে নিয়মিত মুখ। ঋষি কৌশিক থেকে শুরু করে অদ্রিজা রায়, সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি নাম। সম্প্রতি হিন্দি ধারাবাহিক ‘দিব্য প্রেম’-এ একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। যদিও এখনও কেন্দ্রীয় চরিত্রে সুযোগ না পেলেও, এই সিরিয়ালে তাঁর ভূমিকা বেশ উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনে তাঁকে সবশেষ দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ। সেখানে নেতিবাচক চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তার আগে ‘বাদল শেষের পাখি’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়, যিনি বর্তমানে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন।

এছাড়াও ‘মেয়েদের ব্রতকথা’-র মতো ধারাবাহিকেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। আকাশ আটের এই বিশেষ ধারাবাহিকে, যেখানে প্রতিটি পর্বে নারীর সংগ্রাম আর বিশ্বাসকে তুলে ধরা হয়। ফলে বাংলা ধারাবাহিকের জগতে তাঁর পোর্টফোলিও যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। এখন হিন্দি সিরিয়ালের হাত ধরে তাঁর অভিনয় জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। নিজেই সমাজ মাধ্যমে সেই খবর প্রকাশ্যে এনেছেন।

উল্লেখ্য, হিন্দি চ্যানেল সান নিও-তে সম্প্রচারিত ‘দিব্য প্রেম’ ধারাবাহিকে ‘বিশালি’ নামক একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্পের মূল দুই চরিত্রে রয়েছেন সুরজ প্রতাপ সিংহ এবং মেঘা রায়। আর তাঁদের ছায়াতেই অভিনয় করবেন বাংলা ছোটপর্দার সেই জনপ্রিয় মুখ—শ্রেষ্ঠা প্রামাণিক। অভিনেত্রীর আগামীর জন্য অনুগামীরা শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা শ্রেষ্ঠাকে হিন্দির পর্দায় দেখতে কতটা উৎসাহী? জানাতে ভুলবেন না!

Piya Chanda

                 

You cannot copy content of this page