জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুম্বই পাড়ি দিয়েই জীবনের নতুন অধ্যায়! অচেনা শহরে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী মিশমি দাস?

টেলিভিশনের পর্দা থেকে সোশ্যাল মিডিয়া—সবখানেই এখন চর্চায় মিশমি দাস। জনপ্রিয় বাংলা ধারাবাহিকে নজরকাড়া অভিনয়ের পর, সম্প্রতি টলিউড ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন তিনি। নতুন শহর, নতুন কাজ, নতুন সুযোগ—সব কিছু মিলিয়ে যেন জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী। আর সেই শুরুতেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে সম্পর্কের নতুন গুঞ্জন।

ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ শুরু করেছেন মিশমি। তাঁর চরিত্রের নাম ‘রূপু’। এর আগে একাধিক হিন্দি ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও, এই প্রজেক্ট যেন আরও বেশি পরিণত ও স্থায়ী এক পদক্ষেপ। মুম্বইতে গিয়ে শুরু থেকেই পেশাদারিত্বে মন দিয়েছেন মিশমি। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিগত জীবনেও যে বড় বদল এসেছে অভিনেত্রীর, তা যেন এবার স্বীকার করে নিলেন তিনি নিজেই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন মিশমি। সেখানে মুম্বই শহরের প্রতি নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি, এক বিশেষ ব্যক্তির উপস্থিতির কথা তুলে ধরেন তিনি। মিশমি লেখেন, “এমন একটা শহরে এসেছিলাম, যেটা আমার কাছে পুরোপুরি নতুন ছিল… চারপাশ কেমন অচেনা লাগছিল। ঠিক সেই সময় তুমি এলে…” এই “তুমি”-র পরিচয় জানতে উৎসাহী হয়ে পড়েছেন নেটিজেনরা।

পোস্টে উল্লেখ না করলেও, মিশমির সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সুজন সেনগুপ্তকে। দু’জনকে একসঙ্গে দেখে অনেকেই ধরে নিচ্ছেন, তিনিই মিশমির “তুমি”। নিজের লেখায় অভিনেত্রী আরও জানান, “তুমি ধীরে ধীরে আমার একাকীত্বকে হাসিতে বদলে দিয়েছো… আমি ম্যাজিকে বিশ্বাস করি।” যদিও প্রেমিক হিসেবে পরিচয় দেননি, তবে মিশমির কথায় স্পষ্ট তাঁর আজকের আনন্দের অন্যতম কারণ সুজনই।

মিশমি যদিও এই সম্পর্ককে এখনও নাম দেননি, তবু তাঁর কথায় একরাশ আবেগ, মুম্বই শহরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কৃতিত্ব, সবই যেন সুজনকে ঘিরেই। টলিউড থেকে বলিউড—পেশাদার এবং ব্যক্তিগত জীবনের এই সফর কতদূর এগোয়, সে দিকেই তাকিয়ে এখন অনুরাগীরা। সম্পর্কের ঘোষণা হোক না হোক, ভালোবাসার গন্ধ কিন্তু স্পষ্ট মিশমির লেখায়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
Piya Chanda

                 

You cannot copy content of this page