বিদেশ বিভুঁইয়ে স্বপ্নের মতো শুরু হয়েছিল এক নতুন ক্যাফে। সাজানো-গোছানো এই ছোট্ট রেস্তোরাঁয় ছিল প্রাণ, ভালোবাসা আর ভবিষ্যতের রঙিন পরিকল্পনা। একান্ত আপন মানুষের হাত ধরেই গড়ে উঠেছিল এই জায়গাটি। তবে হঠাৎ করেই সেই শান্ত আবহে নেমে এল আতঙ্কের ছায়া। রাতের অন্ধকারে ভেসে এল গুলির শব্দ! একের পর এক ফাঁকা রাউন্ড, কিন্তু তাতেই কেঁপে উঠল গোটা এলাকা।
স্থানীয় সূত্র বলছে, গভীর রাতে আচমকা কিছু অস্ত্রধারী এসে তারকার ক্যাফের সামনে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও তখন ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারণ এর পেছনে আদৌ কোনও সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
এই গোটা ঘটনার সঙ্গে যে জনপ্রিয় ভারতীয় কমেডি তারকা ও টেলিভিশন ব্যক্তিত্ব ‘কপিল শর্মা’ যুক্ত, তা জানার পর চমকে গিয়েছেন বহু অনুরাগী। কারণ এই ক্যাফে আসলে নির্মাণ করেছেন তিনি নিজে—একান্ত ভালোবাসার মানুষ, স্ত্রী গিনির সঙ্গে। কানাডার এক শহরে যাত্রা শুরু করেছিল এই ‘ক্যাপস ক্যাফে’। বহুদিন ধরেই এমন একটি ক্যাফে খোলার স্বপ্ন দেখতেন তিনি, যেখানে থাকবে শান্ত পরিবেশ, চা-কফির ঘ্রাণ আর কিছু মুহূর্তের জন্য বিশ্রামের অনুভূতি।
সেই স্বপ্নই বাস্তবে রূপ নেয় ‘ক্যাপস ক্যাফে’র মাধ্যমে। তবে এখন সেই আশার স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গুলির শব্দে। অভিনেতার টিম সূত্রে জানা গিয়েছে, এই ক্যাফেটি এখনও নতুন, সম্প্রতি উদ্বোধন হয়েছে। কমেডির মঞ্চে যিনি লক্ষ লক্ষ দর্শকের মুখে হাসি ফোটান, সেই তারকার জীবনের এই নতুন অধ্যায়ও অনুরাগীদের মধ্যে এক আলাদা উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু এমন ঘটনা ঘটার পর ভক্তমনে প্রশ্ন জেগেছে—তবে কি কোনও শত্রুতার শিকার হলেন তিনি?
আরও পড়ুনঃ অপুর সাফল্যে আর্যর গর্ব! রাজনন্দিনী আসলে কে? রহস্যের মাঝে অনুষ্ঠানেই সামনে এলো আর্যর সত্যিকারের পরিচয়! একদিকে অপুর জন্য শাড়ি, অন্যদিকে মীরার নিঃশব্দ প্রেম! ‘চিরদিনই তুমি যে আমার’এ ত্রিকোণ টানাপোড়েন!
যদিও তিনি বর্তমানে কানাডায় নেই, তবে এই ঘটনার খবর পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত বলেই জানিয়েছে ঘনিষ্ঠ মহল। পর্দার বাইরেও নিজেকে নতুন করে তৈরি করছেন এই শিল্পী। ওজন কমিয়ে আগের চেয়ে অনেক ফিট লুকেও ধরা দিচ্ছেন তিনি। এদিকে, তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ দর্শকপ্রিয়তা পাচ্ছে নেটদুনিয়ায়। সব মিলিয়ে একদিকে জনপ্রিয়তা, অন্যদিকে ব্যবসায়িক সাফল্যের মধ্যেই এমন এক শুটআউটের ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।